বৃহস্পতিবার ৪ ডিসেম্বর ২০২৫ ২০ অগ্রহায়ণ ১৪৩২
বৃহস্পতিবার ৪ ডিসেম্বর ২০২৫
দাউদকান্দির যুবদল নেতা রোমানের বহিষ্কারাদেশ প্রত্যাহার
দাউদকান্দি (কুমিল্লা) প্রতিনিধি
প্রকাশ: বৃহস্পতিবার, ৪ ডিসেম্বর, ২০২৫, ৮:৩৫ PM

কুমিল্লার দাউদকান্দি উপজেলা যুবদলের সদস্য সচিব ও সাবেক ছাত্র নেতা রোমান খন্দকারের বহিষ্কারাদেশ প্রত্যাহার করেছে যুবদল কেন্দ্রীয় কমিটি। একই সঙ্গে তাকে স্ব স্ব পদে বহাল রাখা হয়েছে।

বৃহস্পতিবার (৪ ডিসেম্বর) বিকালে বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদলের কেন্দ্রীয় কমিটির সহ-দপ্তর সম্পাদক মিনহাজুল ইসলাম ভূইয়া স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

প্রেস বিজ্ঞপ্তিতে বলা হয়, বিভিন্ন বিষয় বিবেচনা করে রোমান খন্দকারের বিরুদ্ধে গৃহীত বহিষ্কারাদেশ প্রত্যাহার করার সিদ্ধান্ত নিয়েছে কেন্দ্রীয় যুবদল। ফলে তিনি আগের মতো দাউদকান্দি উপজেলা যুবদলের সদস্য সচিব হিসেবে দায়িত্ব পালন করবেন।

এ সিদ্ধান্তকে দাউদকান্দি উপজেলা যুবদলসহ স্থানীয় নেতাকর্মীরা স্বাগত জানিয়েছেন। অনেকেই মনে করছেন, এ ঘোষণার মাধ্যমে সাংগঠনিক কার্যক্রম আরও গতিশীল হবে।







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক ও প্রকাশক:
মো. আশরাফ আলী
কর্তৃক এইচবি টাওয়ার (লেভেল ৫), রোড-২৩, গুলশান-১, ঢাকা-১২১২।
মোবাইল : ০১৮৪১০১১৯৪৭, ০১৪০৪-৪০৮০৫৫, ই-মেইল : thebdbulletin@gmail.com.
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত