মঙ্গলবার ১৮ মার্চ ২০২৫ ৪ চৈত্র ১৪৩১
মঙ্গলবার ১৮ মার্চ ২০২৫
ডোমারে মাধ্যমিক শিক্ষা অফিসারের অপসারণের দাবিতে বিক্ষোভ
ডোমার (নীলফামারী) প্রতিনিধি
প্রকাশ: মঙ্গলবার, ১১ ফেব্রুয়ারি, ২০২৫, ৮:০০ PM
সাবেক আওয়ামী সরকারের সুবিধাভোগী, এমপিও সিন্ডিকেট ও নিয়োগ বানিজ্যের হোতা’র অভিযোগ তুলে নীলফামারীর ডোমার উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার শাকেরিনা বেগমের অপসারণের দাবিতে বিক্ষোভ ও অবস্থান কর্মসূচি পালন করেছে ছাত্র-জনতা।

মঙ্গলবার সকালে গণতন্ত্রকামী ফ্যাসিষ্ট বিরোধী ছাত্র-জনতার আয়োজনে উপজেলা পরিষদ চত্ত্বরে বিক্ষোভ ও অবস্থান কর্মসূচি পালন করা হয়েছে। 

ছাত্র প্রতিনিধি শরীফ হোসেনের সভাপতিত্বে ও ছাত্র প্রতিনিধি মাহির মিলনের সঞ্চালনায় অবস্থান কর্মসূচিতে বক্তব্য দেন প্রেসক্লাব সভাপতি মো.মোজাফ্ফর আলী, সাহেবপাড়া পলিটেকনিক্যাল কলেজের অধ্যক্ষ সাফিউল বারী বুলবুল, বড় রাউতা উচ্চ বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সভাপতি মাসুদ বিন সুমন, বামুনিয়া উচ্চ বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক মনসুর আলী, উপজেলা মহিলা দলের সভাপতি আসমত আরা লাকি,ছাত্র প্রতিনিধি আশরাফুল আলম আশরাফ প্রমূখ।

বক্তরা বলেন, মাধ্যমিক শিক্ষা অফিসার শাকেরিনা বেগম একই উপজেলায় দীর্ঘ ৮ বছর ধরে রয়েছে। ফ্যাসিষ্ট সরকারের প্রভাব খাটিয়ে বিভিন্ন স্কুলে নিয়োগ বানিজ্যে ও বিপুল পরিমাণ অর্থের বিনিময় এমপিও ভুক্ত করার সিন্ডিকেট তৈরী করেন। আমরা ওই দুর্নীতিবাজ শিক্ষা অফিসারের দ্রুত অপসারন চাই। পরে উপজেলা অফিসার বরাবরে স্মারকলিপি প্রদান করেন ছাত্র-জনতার প্রতিনিধি গণ।

উপজেলা নির্বাহী অফিসার নাজমুল আলম জানান, পরবর্তী ব্যবস্থা গ্রহণে স্মারকলিপিটি জেলা প্রশাসক বরাবর পাঠানো হয়েছে।
« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক ও প্রকাশক:
মো. আশরাফ আলী
কর্তৃক এইচবি টাওয়ার (লেভেল ৫), রোড-২৩, গুলশান-১, ঢাকা-১২১২।
মোবাইল : ০১৪০৪-৪০৮০৫২, ০১৪০৪-৪০৮০৫৫, ই-মেইল : thebdbulletin@gmail.com.
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত