মধ্যরাতে ‘কাপল ড্যান্স’ পার্টিতে অভিযান পরিচালনা করে ২৫ তরুণ-তরুণীকে আটক করেছে চট্টগ্রামের পাঁচলাইশ থানা পুলিশ। এ সময় আটক একজনের কাছ থেকে ৭০ ক্যান অবৈধ মাদকদ্রব্য (বিয়ার) উদ্ধার করা হয়।
গতকাল মঙ্গলবার রাতে নগরের পাঁচলাইশ থানাধীন দুই নম্বর গেটসংলগ্ন ইয়াকুব ট্রেড সেন্টারের সপ্তম তলায় অভিযান পরিচালনা করে তাদের আটক করা হয়। পাঁচলাইশ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ সোলাইমান এ তথ্য নিশ্চিত করেন।
তিনি বলেন, পাঁচলাইশ মডেল থানার ২ নম্বর গেট সংলগ্ন ইয়াকুব ট্রেড সেন্টারে সপ্তম তলায় অবৈধ অশ্লীল কাপল ড্যান্স পার্টিতে অভিযান পরিচালনা করা হয়েছে। অভিযানে নারী-পুরুষসহ সর্বমোট ২৫ জন আটক করা হয়েছে। এর মধ্যে একজনের কাছ থেকে ৭০ ক্যান অবৈধ মাদকদ্রব্য (বিয়ার) উদ্ধার হওয়ায় তার বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা রুজু করা হবে। এ ছাড়াও অন্যান্যদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন। যে ভবনে অভিযান চালানো হয়েছে সেটির মালিক এলডিপি নেতা মোহাম্মদ এয়াকুব আলী। ওই ভবনের ৭ম তলার খালি ফ্লোরে গতরাতে ডিজে পার্টি চলছিল।
তিনি আরও বলেন, মঞ্জু নামের এক ব্যক্তি ফ্লোরটি ৫০ হাজার টাকায় ভাড়া নিয়ে ডিজে পার্টির আয়োজন করেন। রাতে উচ্চস্বরে গান চলছিল সেখানে। আর জনপ্রতি দেড় হাজার টাকার বিনিময়ে ওই পার্টিতে যোগ দিয়েছিলেন তরুণ-তরুণীরা। সেখানে রাতভর মাদক সেবন করে উদাম নৃত্য করে উঠতি বয়সী তরুণ-তরুণীরা। স্থানীয়দের অভিযোগ ডিজে পার্টির আড়ালে গভীর রাতে সেখানে অসামাজিক কার্যকলাপ চলছিল।