ভাঙ্গায় ফুফুর বাড়ি বেড়াতে যাওয়ার পথে বাসস্ট্যান্ড থেকে তুলে নিয়ে এক গৃহবধূকে সংঘবদ্ধ ধর্ষণের অভিযোগে মামলা করা হয়েছে। এ ঘটনায় জড়িত চার জনকে গ্রেফতার করেছে পুলিশ।
আজ বৃহস্পতিবার (১৩ ফেব্রুয়ারি) দুপুরে গ্রেফতারদের আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে। পাশাপাশি স্বাস্থ্য পরীক্ষার জন্য ভুক্তভোগীকে ফরিদপুর মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।
গ্রেফতার ব্যক্তিরা হলো- ভাঙ্গা উপজেলার আলগী ইউনিয়নের আউড়াকান্দা গ্রামের এজাহার মাতুব্বরের ছেলে সাইদুল মাতুব্বর, আইয়ুব মাতুব্বরের ছেলে ফরিদ মাতুব্বর, পাঁচু মাতুব্বরের ছেলে সাদ্দাম মাতুব্বর ও নগরকান্দা উপজেলার ঝাটুকদিয়া গ্রামের ইলু খাঁনের ছেলে নাসির খাঁন।
এজাহার থেকে জানা যায়, গত ৩০ জানুয়ারি সন্ধ্যায় নিজ বাড়ি গোপালগঞ্জের মুকসুদপুর থেকে ইজিবাইকে করে ভাঙ্গায় ফুফুর বাড়িতে বেড়াতে আসছিলেন গৃহবধূ। ভাঙ্গার আউড়াকান্দা বাসস্ট্যান্ডে নামার পর তাকে তুলে পাশের সরিষা ক্ষেতে নিয়ে যায় পাঁচ যুবক। সেখানে সংঘবদ্ধ ধর্ষণ করে পালিয়ে যায় তারা। এতে ভুক্তভোগী জ্ঞান হারিয়ে ফেলেন। পরদিন সকালে জ্ঞান ফিরলে স্বামীর বাড়ি মাদারীপুরের শিবচরে যান। এরপর থেকে চিকিৎসাধীন ছিলেন। বুধবার (১২ ফেব্রুয়ারি) দুপুরে ভাঙ্গা থানায় এসে পাঁচ জনের বিরুদ্ধে ধর্ষণের মামলা করেন।
ভাঙ্গা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মোকছেদুর রহমান বলেন, ভুক্তভোগী গৃহবধূ পাঁচ জনের বিরুদ্ধে মামলা করেছেন। এর মধ্যে চার জনকে গ্রেফতার করা হয়। অপরজনকে গ্রেফতারে অভিযান চলছে। গ্রেফতারদের কারাগারে পাঠানো হয়েছে।