মঙ্গলবার ১ জুলাই ২০২৫ ১৭ আষাঢ় ১৪৩২
মঙ্গলবার ১ জুলাই ২০২৫
গাজীপুরে কাশেম হত্যার বিচার দাবিতে গঙ্গাচড়ায় কফিন মিছিল
গঙ্গাচড়া প্রতিনিধি
প্রকাশ: বৃহস্পতিবার, ১৩ ফেব্রুয়ারি, ২০২৫, ৮:৫২ PM
গাজীপুরে হামলায় নিহত কাশেমের হত্যার প্রতিবাদে এবং দোষীদের বিচার ও নিষিদ্ধের দাবিতে বিক্ষোভ মিছিল করেছে রংপুরের গঙ্গাচড়া উপজেলার বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন।

গত ৭ ফেব্রুয়ারি গাজীপুরে সাবেক মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী আ ক ম মোজাম্মেল হকের বাড়ি ভাঙচুর ও লুটপাটের ঘটনার জেরে হামলায় গুরুতর আহত হন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সক্রিয় কর্মী অষ্টম শ্রেণির শিক্ষার্থী আবুল কাশেম। ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঁচদিন মৃত্যুর সঙ্গে লড়াই করে অবশেষে ১২ ফেব্রুয়ারি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি।

কাশেমের হত্যার প্রতিবাদে এবং বিচার দাবিতে সন্ধ্যায় গঙ্গাচড়ায় কফিন মিছিল অনুষ্ঠিত হয়। মিছিলটি গঙ্গাচড়া শহীদ মিনার থেকে শুরু হয়ে উপজেলার প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে গঙ্গাচড়া মডেল থানার মোরে গিয়ে শেষ হয়। মিছিলে নেতৃত্ব দেন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতা ফাহিম, আহাদ, আরমান, শ্রাবণ ও জীবনসহ প্রমুখ। 

বক্তারা বলেন, আওয়ামী সন্ত্রাসীরা পরিকল্পিতভাবে দেশে অস্থিতিশীল পরিস্থিতি সৃষ্টি করে গণঅভ্যুত্থান দমন করতে চায়। তারা কাশেমসহ আন্দোলনে নিহত সকল শহীদের হত্যাকারীদের দ্রুত গ্রেফতার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান।

বক্তারা আরও বলেন, দেশে গণতন্ত্র ও শান্তি প্রতিষ্ঠার স্বার্থে আওয়ামী লীগকে অবিলম্বে নিষিদ্ধ করতে হবে। তারা জনগণের প্রতি আহ্বান জানিয়ে বলেন, অন্যায়-নিপীড়নের বিরুদ্ধে ঐক্যবদ্ধ আন্দোলনই পারে দেশকে মুক্ত করতে।

উপস্থিত নেতৃবৃন্দ জানান, যতদিন পর্যন্ত বীর কাশেমের হত্যার বিচার না হবে, ততদিন আন্দোলন অব্যাহত থাকবে।
« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক ও প্রকাশক:
মো. আশরাফ আলী
কর্তৃক এইচবি টাওয়ার (লেভেল ৫), রোড-২৩, গুলশান-১, ঢাকা-১২১২।
মোবাইল : ০১৪০৪-৪০৮০৫২, ০১৪০৪-৪০৮০৫৫, ই-মেইল : thebdbulletin@gmail.com.
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত