গাজায় ইসরায়েলের পক্ষ থেকে কোনো আগ্রাসী কর্মকাণ্ড চালানো হলে জিম্মিদের হত্যা করার হুমকি দিয়েছে হামাস। মার্কিন সংবাদমাধ্যম এবিসি নিউজ এ খবর জানিয়েছে।
হামাসের কাছে থাকা সব জিম্মিকে ছেড়ে দেওয়ার জন্য নিজ মালিকানাধীন সামাজিক যোগাযোগমাধ্যম ট্রুথ সোশ্যালে হুমকি দিয়েছিলেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তারই প্রতিক্রিয়ায় এই বিবৃতি দেয় হামাস।
আল-কাসসাম ব্রিগেডের মুখপাত্র আবু উবাইদা বলেছেন, হুমকি ধামকি দিয়ে কোনও লাভ হবে না। আমরা যেকোনও পরিস্থিতির জন্য প্রস্তুত। আমাদের বিরুদ্ধে কোনও রকম আগ্রাসন শুরু হলেই জিম্মিদের হত্যা করা শুরু হবে।
সামাজিক যোগাযোগমাধ্যমে এক পোস্টে সব জিম্মিকে অবিলম্বে ছেড়ে দেওয়ার জন্য আদেশ দিয়েছেন ট্রাম্প। নইলে ভয়াবহ পরিণতির জন্য প্রস্তুত থাকার হুমকি দিয়েছেন।
ট্রাম্প বলেছেন, হামাসের নেতাদের উদ্দেশে বলছি, সুযোগ থাকতে গাজা ছেড়ে পালান। আর গাজাবাসীদের প্রতি আমার বক্তব্য হলো, জিম্মিদের ছেড়ে দিলে আপনাদের জন্য সুন্দর ভবিষ্যৎ অপেক্ষা করছে। যুক্তিসংগত সিদ্ধান্ত নিন। অবিলম্বে জিম্মিদের ছেড়ে দিন। নইলে চড়া মূল্য পরিশোধ করতে হবে।
ক্যাবিনেট বৈঠকের শুরুতে ইসরায়েলি প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু জানান, গাজায় এখনও ২৪ জন জিম্মি জীবিত রয়েছেন বলে ধারণা করা হচ্ছে। অন্যদিকে, অন্তত ৩৫ জন জিম্মির মৃত্যু হয়ে থাকতে পারে।