মঙ্গলবার ১৮ নভেম্বর ২০২৫ ৪ অগ্রহায়ণ ১৪৩২
মঙ্গলবার ১৮ নভেম্বর ২০২৫
মেয়াদ বাড়ছে আইডিইএ-২ প্রকল্পের
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: মঙ্গলবার, ১১ মার্চ, ২০২৫, ৭:৩২ PM আপডেট: ১১.০৩.২০২৫ ৭:৪৯ PM

নির্বাচন কমিশনের (ইসি) আওতাধীন আইডেনটিফিকেশন সিস্টেম ফর এনহ্যান্সিং একসেস টু সার্ভিসেস (আইডিইএ) প্রকল্পের মেয়াদ বাড়ছে। সর্বোচ্চ এক থেকে দুই বছর পর্যন্ত মেয়াদ বাড়ানো হতে পারে বলে জানিয়েছে ইসি।

মঙ্গলবার (১১ মার্চ) এ বিষয়ে ইসির অতিরিক্ত সচিব কে এম আলী নেওয়াজ বলেন, আইডেনটিফিকেশন সিস্টেম ফর এনহ্যান্সিং একসেস টু সার্ভিসেস (আইডিইএ) প্রকল্পের মেয়াদ বাড়ছে। তবে আমরা সাধারণত এক বছরে জন্য প্রস্তাব দিয়ে থাকি। তবে ভবিষ্যতে এর কার্যকর কতটুকু থাকবে তার উপর নির্ভর করবে এর মেয়াদ আরও বাড়ানোর বিষয়টি।

ইসি সূত্র জানায়, নির্বাচন কমিশনের আইডিইএ-২ প্রকল্পের মেয়াদ ন্যূনতম এক বছর বাড়ানোর সিদ্ধান্ত চূড়ান্ত হয়েছে। তবে প্রয়োজন হলে সর্বোচ্চ দুই বছর বাড়ানো হতে পারে।

জানা যায়, আইডিইএ প্রজেক্টের দুই হাজার ২৬০ জন লোকবল রয়েছে। এদের মাধ্যমেই এনআইডির যাবতীয় কাজ সম্পন্ন করে নির্বাচন কমিশন।

গত বছরের ২০ আগস্ট আগারগাঁওয়ের নির্বাচন ভবন থেকে তারা চাকরি রাজস্ব খাতে নেওয়া ও এনআইডি কার্যক্রম স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে নেওয়ার সিদ্ধান্ত বাতিল করে নির্বাচন কমিশনের (ইসি) অধীনেই রাখার দাবিতে ওই কর্মসূচির ডাক দেন। এরপর ২১ ও ২২ আগস্ট নির্বাচন ভবনের সামনে অবস্থান কর্মসূচি পালন করলে ওই সময়ের ইসি সচিবের আশ্বাসে কর্মসূচি বন্ধ করে তারা।







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক ও প্রকাশক:
মো. আশরাফ আলী
কর্তৃক এইচবি টাওয়ার (লেভেল ৫), রোড-২৩, গুলশান-১, ঢাকা-১২১২।
মোবাইল : ০১৪০৪-৪০৮০৫২, ০১৪০৪-৪০৮০৫৫, ই-মেইল : thebdbulletin@gmail.com.
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত