সোমবার ১৭ নভেম্বর ২০২৫ ৩ অগ্রহায়ণ ১৪৩২
সোমবার ১৭ নভেম্বর ২০২৫
দৌলতপুরে হত্যা মামলার তিন আসামি গ্রেপ্তার
দৌলতপুর (কুষ্টিয়া) প্রতিনিধি
প্রকাশ: সোমবার, ১৭ নভেম্বর, ২০২৫, ৯:০৪ PM

কুষ্টিয়ার দৌলতপুরে ভারত সীমান্তবর্তী এলাকায় চাঞ্চল্যকর আরিফ নামে এক যুবককে হত্যা মামলায় তিনজনকে গ্রেপ্তার করেছে দৌলতপুর থানা পুলিশ। সোমবার ভোরে পুলিশ অভিযান চালিয়ে নিজ বাড়ি থেকে তাদেরকে গ্রেপ্তার করে।

গ্রেপ্তারকৃতরা হলো- উপজেলার পাকুড়িয়া এলাকার ফজলুল হকের দুই ছেলে শীর্ষ সন্ত্রাসী, অস্ত্র ও মাদক ব্যবসায়ী টোকেন (৩৭), বিল্লাল হোসেন বিলা (৪৩) এবং বাহিরমাদী সরদারপাড়া এলাকার ইন্নাত আলীর ছেলে জাহিদুল (৪০)।

গত ২৯ মে পাকুরিয়া ভাঙ্গাপাড়া গ্রামের মুর্শিদ মণ্ডলের ছেলে আরিফ আলী (৩০) হত্যার পর সড়ক দুর্ঘটনায় নিহত হিসেবে চালানোর অভিযোগ ওঠে এই তিনজনের বিরুদ্ধে। পরে নিহতের মা হাসিনা খাতুন দৌলতপুর থানায় আসামীদের বিরুদ্ধে হত্যা মামলা দায়ের করেন।
পুলিশ সূত্রে জানা গেছে, সীমান্ত এলাকায় মাদকবহনে রাজি না হওয়ায়, পরিকল্পিতভাবে আরিফকে হত্যা করা হয়। এলাকার কয়েকজন চিহ্নিত মাদক ও অস্ত্র ব্যবসায়ী তাকে মাদক পরিবহনে বাধ্য করার চেষ্টা করছিলেন।কিন্তু আরিফ রাজি না হওয়ায় তাকে হত্যার হুমকিও দেওয়া হয়েছিল। 

এরপর গত ২৮ মে সন্ধ্যা সাড়ে ৭টার দিকে স্থানীয় দুই ব্যক্তি টোকেন ও বিলাল আরিফকে বাড়ি থেকে ডেকে নিয়ে যায়। এরপর রাতভর সে নিখোঁজ থাকে। পরদিন সকালে ডাংমড়কা-আদাবাড়িয়া সড়কের পাশের একটি ফাঁকা মাঠে রক্তাক্ত অবস্থায় তার মরদেহ পড়ে থাকতে দেখে স্থানীয়দের সহায়তায় তাকে কুষ্টিয়া জেনারেল হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক আরিফকে মৃত ঘোষণা করেন। সে সময় আরিফের মৃত্যুকে সড়ক  দুর্ঘটনা বলে চালিয়ে দেবার চেষ্টা করা হয়েছিল।







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক ও প্রকাশক:
মো. আশরাফ আলী
কর্তৃক এইচবি টাওয়ার (লেভেল ৫), রোড-২৩, গুলশান-১, ঢাকা-১২১২।
মোবাইল : ০১৪০৪-৪০৮০৫২, ০১৪০৪-৪০৮০৫৫, ই-মেইল : thebdbulletin@gmail.com.
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত