মঙ্গলবার ১ জুলাই ২০২৫ ১৭ আষাঢ় ১৪৩২
মঙ্গলবার ১ জুলাই ২০২৫
তালতলীতে সপ্তম শ্রেণির ছাত্রীকে ধর্ষণচেষ্টা
বরগুনা প্রতিনিধি
প্রকাশ: রবিবার, ৬ এপ্রিল, ২০২৫, ৮:১৬ PM
বরগুনার তালতলীতে সপ্তম শ্রেণিতে পড়ুয়া এক স্কুলছাত্রীকে ধর্ষণচেষ্টার অভিযোগ উঠেছে। এ ঘটনায় ভুক্তভোগীর মা বাদী হয়ে থানায় মামলা করেছেন। শনিবার রাতে নারী ও শিশু নির্যাতন দমন আইনে মামলাটি করা হয়।

এর আগে গত বৃহস্পতিবার রাত ৮ টার দিকে উপজেলার ছোটবগী ইউনিয়নে এ ঘটনা ঘটে। এ ঘটনার পর থেকেই পলাতক রয়েছেন অভিযুক্ত নাসির আকন (৪৫)।

মামলা ও স্থানীয় সূত্রে জানা গেছে, উপজেলার ছোটবগী ইউনিয়নের পশ্চিম গাবতলী গ্রামে অভিযুক্ত নাসির  তরমুজ চাষ করেন। ওই তরমুজ খেতে ভুক্তভোগী পরিবারের সদস্যরা দিনমজুর হিসেবে কাজ করেন। গত বৃহস্পতিবার মজুরির পাওনা টাকা ও তরমুজ দেওয়ার প্রলোভন দেখিয়ে ওই স্কুলছাত্রীকে ডেকে ঘরে নিয়ে যায় নাসির। এ সময় স্কুলছাত্রীকে বিয়ের প্রলোভন দেখিয়ে বিভিন্ন ধরনের কুপ্রস্তাব দেয়। এতে রাজি না হওয়ায় একপর্যায়ে ধর্ষণের চেষ্টা চালায়। এ সময় স্কুলছাত্রী নাসিরের হাতে কামড় দেয়। নাসির কামড়ের ব্যাথ্যা সহ্য করতে না পেরে ছেড়ে দিলে ওই স্কুলছাত্রী দৌড়ে পালিয়ে যায়।

বাড়িতে গিয়ে তার মায়ের কাছে সব কথা খুলে বলে ওই স্কুলছাত্রী। বিষয়টি ধামাচাপা দেওয়ার জন্য স্থানীয় প্রভাবশালীদের মাধ্যমে ভুক্তভোগীর পরিবারকে ২০ হাজার টাকা দেওয়ার প্রস্তাব দেয় নাসির। এতে রাজি না হওয়ায় পরিবারটিকে হুমকিও দেয় প্রভাবশালীরা।

তালতলী থানার ওসি মো. শাহজালাল বলেন, ধর্ষণচেষ্টার অভিযোগে নারী ও শিশু নির্যাতন দমন আইনে মামলা হয়েছে। অভিযুক্তকে গ্রেফতারে অভিযান চালানো হচ্ছে।
« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক ও প্রকাশক:
মো. আশরাফ আলী
কর্তৃক এইচবি টাওয়ার (লেভেল ৫), রোড-২৩, গুলশান-১, ঢাকা-১২১২।
মোবাইল : ০১৪০৪-৪০৮০৫২, ০১৪০৪-৪০৮০৫৫, ই-মেইল : thebdbulletin@gmail.com.
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত