সোমবার ১৬ জুন ২০২৫ ২ আষাঢ় ১৪৩২
সোমবার ১৬ জুন ২০২৫
খালেদা জিয়া’র ভাগিনা তুহিনের নিঃশর্ত মুক্তির দাবিতে বিক্ষোভ
ডোমার (নীলফামারী) প্রতিনিধি
প্রকাশ: মঙ্গলবার, ২৯ এপ্রিল, ২০২৫, ৬:১৮ PM
সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার ভাগিনা ইঞ্জিনিয়ার শাহরিন ইসলাম চৌধুরী তুহিনের মামলা প্রত্যাহার ও নিঃশর্ত মুক্তির দাবিতে নীলফামারীর ডোমারে বিক্ষোভ সমাবেশ করেছে পৌর বিএনপি।

মঙ্গলবার(২৯ এপ্রিল) দুপুরে বিক্ষোভ সমাবেশের আয়োজন করেন পৌর বিএনপি। দীর্ঘ ১৭বছর পর দেশে ফিরে আয়কর ফাঁকির মামলায় ইঞ্জিনিয়ার শাহরিন ইসলাম চৌধুরী তুহিন আজ মঙ্গলবার সকালে ঢাকার একটি বিশেষ জজ আদালতে হাজির হয়ে জামিন আবেদন করেন। 

আদালত জামিন নামঞ্জুর করে কারাগারে পাঠানোর নির্দেশ দেন। ইঞ্জিনিয়ার শাহরিন ইসলাম চৌধুরী তুহিন সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া’র মেঝো বোন সেলিনা ইসলামের ছেলে। জামিন নামঞ্জুরের খবরে তার নির্বাচনী এলাকা নীলফামারী-১ এর ডোমারে তাৎক্ষণিক পৌর বিএনপি একটি প্রতিবাদ মিছিল বের করে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে বাটার মোড় নামক স্থানে সমাবেশ করেন। সমাবেশে পৌর বিএনপি’র সভাপতি আনিছুর রহমান আনুর সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক মো. মোজাফ্ফর আলীর সঞ্চালনায় এসময় উপস্থিত ছিলেন সিনিয়র সহসভাপতি মনসুর আলী,সহসভাপতি তমিজ উদ্দিন সরকার,যুগ্ন সাধারন সম্পাদক মেরাজুল ইসলাম,কাওসার আহমেদ, ওয়ার্ড বিএনপির সম্পাদক মো.সামিম প্রমুখ। বক্তরা দ্রুত ইঞ্জিনিয়ার শাহরিন ইসলাম চৌধুরী তুহিনের মামলা প্রত্যাহার ও মুক্তি দাবী করেন।
« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক ও প্রকাশক:
মো. আশরাফ আলী
কর্তৃক এইচবি টাওয়ার (লেভেল ৫), রোড-২৩, গুলশান-১, ঢাকা-১২১২।
মোবাইল : ০১৪০৪-৪০৮০৫২, ০১৪০৪-৪০৮০৫৫, ই-মেইল : thebdbulletin@gmail.com.
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত