বুধবার ২ জুলাই ২০২৫ ১৮ আষাঢ় ১৪৩২
বুধবার ২ জুলাই ২০২৫
বিএনপি নেতার মুক্তির দাবিতে মানববন্ধন
নীলফামারী প্রতিনিধি
প্রকাশ: শনিবার, ৩ মে, ২০২৫, ৮:৪৮ PM
নীলফামারী জেলা বিএনপির সাবেক সভাপতি ও নীলফামারী-১ আসন (ডোমার-ডিমলা) সাবেক সংসদ সদস্য ইঞ্জিনিয়ার শাহরিন ইসলাম চৌধুরী তুহিন এর বিরুদ্ধে  দায়েরকৃত দুটি মিথ্যা মামলা প্রত্যাহারের দাবিতে  জেলা বিএনপি কার্যালয়ের সামনে মানববন্ধন কর্মসূচি পালন করেছে বাংলাদেশ হিন্দু বৌদ্ধ খ্রিস্টান কল্যাণ ফ্রন্ট, পৌর শাখা।

অলকেশ ভৌমিক ঝন্টুর সভাপতিত্বে প্রধান অতিথি থেকে বক্তব্য রাখেন জেলা বিএনপির সভাপতি আ খ ম আলমগীর সরকার। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন পৌর বিএনপির সভাপতি মাহবুবার রহমান, পৌর বিএনপির সদস্য সচিব ও বিজ্ঞ পিপি অ্যাড. আল মাসুদ চৌধুরী।

হিন্দু বৌদ্ধ খ্রিস্টান কল্যাণ ফ্রন্ট জেলা সদস্য সচিব প্রবীর কুমার দে মিঠু, পৌর যুগ্ন আহবায়ক স্বাধীন ঘোষ, পৌর সদস্য সচিব সত্যেন রায়, যুগ্ন আহবায়ক সুমন চক্রবর্তী, যুগ্ন আহবায়ক সুজন সরকার, সদর উপজেলা যুগ্ন আহবায়ক রণজিৎ রায়, পৌর যুগ্ন আহবায়ক রবিদে। জেলা সদস্য নারায়ণ রায়, জয়দেব রায়। 

বক্তারা ৪৮ ঘণ্টার মধ্যে অনতিবিলম্বে প্রাণপ্রিয় নেতা ইঞ্জিনিয়ার সাহরিন ইসলাম চৌধুরী তুহিন এর নিঃশর্ত মুক্তি দাবি করেন। মুক্তি না দিলে নীলফামারী থেকে বৃহত্তর আন্দোলনের ঘোষনা দেন।
« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক ও প্রকাশক:
মো. আশরাফ আলী
কর্তৃক এইচবি টাওয়ার (লেভেল ৫), রোড-২৩, গুলশান-১, ঢাকা-১২১২।
মোবাইল : ০১৪০৪-৪০৮০৫২, ০১৪০৪-৪০৮০৫৫, ই-মেইল : thebdbulletin@gmail.com.
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত