এস্টাব্লিশমেন্ট অব ডিজিটাল ল্যান্ড ম্যানেজমেন্ট সিস্টেম (EDLMS) প্রকল্পের অধীনে ঢাকার ধামরাই উপজেলায় ডিজিটাল ভূমি জরিপ কার্যক্রম শুরু উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
সোমবার (১২ মে) বেলা ৩টার দিকে ধামরাই উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে ভুমি জরিপ কার্যক্রম আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
ধামরাই উপজেলা নির্বাহী অফিসার মো. মামনুন আহমেদ অনীক এর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ভূমি রেকর্ড ও জরিপ অধিদপ্তরের মহাপরিচালক অতিরিক্ত সচিব মো. সাইদুর রহমান।
বিশেষ অতিথির বক্তব্য দেন ভূমি রেকর্ড ও জরিপ অধিদপ্তরের পরিচালক যুগ্ম সচিব মো. মোমিনুর রশীদ, সহকারী কমিশনার (ভুমি) ও নির্বাহী ম্যাজিষ্ট্রেট সাফফাত আরা সাইদ।
সেমিনার অনুষ্ঠানে আলোচক হিসেবে উপস্থিত ছিলেন EDLMS প্রকল্পের পরিচালক উপসচিব মোহাম্মদ মাসুদুর রহমান মোল্লা ও সেটেলমেন্ট অফিসার উপ-সচিব মোহাম্মদ আব্দুল্লাহ আল মাহমুদ জামান।
এছাড়াও উপজেলার পরিষদের বিভিন্ন কর্মকর্তা ও ভূমি উপসহকারী কর্মকর্তাবৃন্দ এবং সাংবাদিক, স্থানীয় জনপ্রতিনিধি, শিক্ষক, সুশীল সমাজের লোকজন উপস্থিত ছিলেন।