এ্যাডামস্ ফাউন্ডেশন কর্তৃক আয়োজিত "মাল্টি অ্যাক্টর পার্টনারশিপ অন ক্লাইমেড চেঞ্জ রিলেটেড লস এ্যান্ড ড্যামেজ, সাপোটিং দা স্টাবলিস্টমেন্ট অফ এ লস এ্যান্ড ড্যামেজ ম্যাকানিজম ইন বাংলাদেশ” (ম্যাপ-এলএন্ডডি) শীর্ষক প্রকল্পের মাধ্যমে বাংলাদেশে জলবায়ু সহনশীলতার উন্নয়ন ও জলবায়ু পরিবর্তনজনিত ক্ষয়-ক্ষতির জাতীয় কৌশল প্রণয়নে সহযোগিতা কার্যক্রম এর প্রধান স্টেকহোল্ডার দের সাথে কর্মশালা অনুষ্ঠিত হয়।
আজ বৃহস্পতিবার (১৫ মে) সকালে খুলনার সিটি ইন হোটেলে কর্মশালা অনুষ্ঠিত হয়।
কর্মশালায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অতিরিক্ত বিভাগীয় কমিশনার ও খুলনা ওয়াসা এর ব্যবস্থাপক (অ:দা:) মো: হুসাইন শওকত, বিশেষ অতিথি হিসাবে ছিলেন খুলনা জেলার অতিরিক্ত জেলা প্রশাসক (সাবিক) মি: বিতান কুমার মন্ডল।
কর্মশালায় সেশন উপস্থাপন করেন খুলনা বিশ্ববিদ্যালয়ের পরিবেশ বিজ্ঞান ডিসিপ্লিনের অধ্যাপক ড: মোঃ মুজিবর রহমান এবং কুয়েট এর ডিজাস্টার ম্যানেজমেন্ট ইষ্টিটিউটের সহযোগী অধ্যাপক ড. আনজুম তাসনুভা।
কর্মশালায় সভাপতিত্ব করেন এ্যাডামস্ এর নির্বাহী পরিচালক জনাব এস, এম, আলী আসলাম। অনুষ্ঠানটির সঞ্চালনার দায়িত্বে ছিলেন সংস্থার প্রকল্প সমন্বয়ক মিজানুর রহমান রাজা। এ ছাড়াও সরকারী দপ্তরের কর্মকর্তাগণ, দেশী বিদেশী বেসরকারী প্রতিষ্ঠানের কর্মকর্তারা, সুশীল সমাজের প্রতিনিধি, প্রাইভেট সেক্টরের প্রতিনিধি এবং বিভিন্ন মিডিয়ার সাংবাদিকগণ অত্র কর্মশালায় উপস্থিত ছিলেন।
উল্লিখিত প্রকল্পটি পানীয় পর্যায়ে এ্যাডামস্ জাতীয় পর্যায়ে আইক্যাড ও আন্তর্জাতিক পর্যায়ে জার্মানওয়াচ বাস্তবায়ন করছে। কর্মশালার উদ্দেশ্য হল জলবায়ু পরিবর্তনের প্রভাব এর ক্ষয়-ক্ষতি বিষয়ে স্থানীয় সরকারী, বেসরকারী, সিভিল সোসাইটি, কলেজ ও বিশ্ববিদ্যালয়ের ব্যাক্তি বর্গের মতামত এবং জলবায়ু অভিবাসীদের চাহিদার আলোকে জাতীয় ক্ষয়-ক্ষতির কৌশল প্রনয়নে সরকারের সংশ্লিষ্ট দপ্তর সমূহকে সহযোগীতা করা।