সোমবার ৭ জুলাই ২০২৫ ২৩ আষাঢ় ১৪৩২
সোমবার ৭ জুলাই ২০২৫
কুড়িয়ে পাওয়া বোমা বিস্ফোরণে শিশুর মৃত্যু
যশোর প্রতিনিধি
প্রকাশ: সোমবার, ১৯ মে, ২০২৫, ৪:৩৩ PM
যশোরে কুড়িয়ে পাওয়া বোমা বিস্ফোরণে খাদিজাতুল কুবরা (৫) নামে এক শিশুর মৃত্যু হয়েছে। তার আরও এক ভাই ও বোন আহত হয়েছে। 

আজ সোমবার (১৯ মে) বেলা সাড় ১১টার দিকে উন্নত চিকিৎসার জন্য ঢাকায় নেওয়ার পথে খাদিজার মৃত্যু হয়। এ ঘটনায় আরও দুই শিশু আহত হয়েছে। নিহত শিশুটির মা সুমি বেগম বিষয়টি নিশ্চিত করেন। 

স্থানীয়রা জানান, সকাল সাড়ে ৮টার দিকে শহরের শংকরপুর গোলপাতা মসজিদ এলাকার শাহাদাত হোসেনের বাড়িতে হঠাৎ শব্দ শুনে সেখানে যান লোকজন। সেখানে তিন ভাই-বোন সবুজ আহম্মেদ (৭), খাদিজাতুল কুবরা (৫) ও আয়েশা সুলতানাকে (৩) রক্তাক্ত অবস্থায় পড়ে থাকতে দেখেন তারা। দ্রুত শিশুদের উদ্ধার করে যশোর ২৫০ শয্যা হাসপাতালে ভর্তি করা হয়। 

যশোর জেনারেল হাসপাতালের সার্জারি বিভাগের চিকিৎসক ইমন হোসেন জানান, আহত আয়েশা ও সবুজের শারীরিক অবস্থাও খারাপ। উন্নত চিকিৎসার জন্য তাদের ঢাকায় রেফার্ড করা হয়েছে।

প্রতিবেশী আক্তারুজ্জামান বলেন, বেলা ১১টার দিকে ঢাকায় নিয়ে যাওয়ার পথে নড়াইলে খাদিজাতুল কুবরার মৃত্যু হয়। স্বজনরা মরদেহ নিয়ে যশোরে ফিরছেন। 

তিনি আরও জানান, সকালে সবুজ বাড়ির পাশের মাঠে খেলা করছিল। বাড়িতে আসার পথে একটি বল সদৃশ বস্তু (বোমা) কুড়িয়ে পায় সে। সবুজ সেটি তুলে বাসায় এনে বোনদের সাথে খেলা করছিল। তখন বোমাটি বিস্ফোরিত হয়।  
« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক ও প্রকাশক:
মো. আশরাফ আলী
কর্তৃক এইচবি টাওয়ার (লেভেল ৫), রোড-২৩, গুলশান-১, ঢাকা-১২১২।
মোবাইল : ০১৪০৪-৪০৮০৫২, ০১৪০৪-৪০৮০৫৫, ই-মেইল : thebdbulletin@gmail.com.
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত