নিম্নচাপের প্রভাবে পটুয়াখালীর নিম্নাঞ্চল প্লাবিত, বন্ধ লঞ্চ চলাচল
পটুয়াখালী প্রতিনিধি
প্রকাশ: বৃহস্পতিবার, ২৯ মে, ২০২৫, ৪:৩৭ PM
ছবি: সংগৃহীত
উত্তর-পশ্চিম বঙ্গোপসাগর ও তৎসংলগ্ন এলাকায় অবস্থানরত সুস্পষ্ট লঘুচাপটি নিম্নচাপে পরিণত হয়ে বৃহস্পতিবার দুপুরে পটুয়াখালীর পায়রা সমুদ্রবন্দর থেকে ২১০ কিলোমিটার দক্ষিণ-পশ্চিমে অবস্থান করছিল। এর প্রভাবে কুয়াকাটাসংলগ্ন সাগর উত্তাল হয়ে উঠেছে এবং বড় বড় ঢেউ আছড়ে পড়ছে উপকূলজুড়ে।
বুধবার সন্ধ্যা থেকে শুরু হওয়া ভারী বৃষ্টিপাত ও জোয়ারের প্রভাবে জেলার নদ-নদীর পানি বিপদসীমার ২২ সেন্টিমিটার ওপর দিয়ে প্রবাহিত হচ্ছে। এতে পটুয়াখালীর বিভিন্ন নিম্নাঞ্চল প্লাবিত হয়েছে। জলাবদ্ধতার পাশাপাশি পানি বন্দি হয়ে পড়েছে শত শত পরিবার।
রাঙ্গাবালী উপজেলার চালিতাবুনিয়া, নায়ার চর, কোরালিয়া, ও মধ্যে চালিতাবুনিয়াসহ বেশ কিছু এলাকায় ঘরবাড়ি ও ঘের পানিতে তলিয়ে গেছে। স্থানীয় বাসিন্দারা জানান, অনেক পরিবার ইতোমধ্যে আশ্রয়কেন্দ্রে সরে গেছে।
পটুয়াখালী পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী মো. রাকিব বলেন, ‘বিপদসীমার ওপরে পানি প্রবাহের কারণে বেড়িবাঁধের বাইরের এলাকা প্লাবিত হয়েছে।’
সমুদ্র পরিস্থিতি অবনতির কারণে দেশের সব সমুদ্রবন্দরকে ৩ নম্বর স্থানীয় সতর্ক সংকেত দেখিয়ে যেতে বলা হয়েছে। পটুয়াখালী নৌবন্দরের সহকারী পরিচালক মো. জাকী শাহরিয়ার জানান, জেলার অভ্যন্তরীণ ১৭টি রুটে ছোট-বড় সব লঞ্চ চলাচল সাময়িকভাবে বন্ধ রাখা হয়েছে। স্পিডবোট চলাচলও নিষিদ্ধ করা হয়েছে।
আবহাওয়া অধিদপ্তরের পটুয়াখালী কার্যালয়ের ভারপ্রাপ্ত কর্মকর্তা মাহবুবা সুখী জানান, গত ২৪ ঘণ্টায় (বৃহস্পতিবার দুপুর ১২টা পর্যন্ত) ৯৪.৭ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে। বৃষ্টি আগামীকাল শুক্রবার পর্যন্ত অব্যাহত থাকতে পারে, পরে তা কমতে পারে বলে তিনি জানান।