গাজীপুরের টঙ্গীতে যৌথবাহিনীর অভিযানে বিপ্লবী ছাত্র পরিষদের কেন্দ্রীয় সহকারী সদস্য সচিব ও বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের গাজীপুর জেলা শাখার সদস্য আবু ইসহাক রুহুল্লাহকে (২৭) গ্রেফতার করা হয়েছে।
বুধবার দিবাগত মধ্যরাতে টঙ্গী পশ্চিম থানাধীন শফিউদ্দিন সরকার রোড এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃত ইসহাক রুহুল্লাহ্ শরিয়তপুর জেলার ভেদরগঞ্জ থানার হযরত আলী মুন্সী কান্দি গ্রামের খলিল সরকারের ছেলে।
পুলিশ জানায়, সম্প্রতি টঙ্গীর গাজীপুরা এলাকায় একটি পোশাক কারখানার ঝুট ব্যবসা নিয়ন্ত্রণ নিয়ে সংঘর্ষ ও ককটেল বিস্ফোরণের ঘটনায় দায়েরকৃত মামলায় সন্দেহভাজন আসামি হিসেবে তাকে গ্রেফতার করেছে যৌথবাহিনী। বৃহস্পতিবার তাকে আদালতে প্রেরণ করা হয়েছে।
এ বিষয়ে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন গাজীপুর শাখার সদস্য সচিব মহসিন উদ্দিনের সাথে যোগাযোগ করার চেষ্টা করা হলেও তিনি ফোন রিসিভ করেননি।
টঙ্গী পশ্চিম থানার অফিসার ইনচার্জ ইসকান্দর হাবীবুর রহমান বিষয়টি নিশ্চিত করেছেন।