রবিবার ৩ আগস্ট ২০২৫ ১৯ শ্রাবণ ১৪৩২
রবিবার ৩ আগস্ট ২০২৫
চৌগাছায় বড় ভাইয়ের ছুরিকাঘাতে ছোট ভাই খুন
যশোর প্রতিনিধি
প্রকাশ: সোমবার, ২ জুন, ২০২৫, ৮:০১ PM
যশোরের চৌগাছা উপজেলায় বড় ভাইয়ের ছুরিকাঘাতে শিহাব হোসেন (২১) নামে এক তরুণ নিহত হয়েছেন। সোমবার দুপুরে উপজেলার ধুলিয়ানী ইউনিয়নের শাহাজাদপুর গ্রামে এ ঘটনা ঘটে।

নিহত শিহাব ওই গ্রামের আবদুর রহিমের ছেলে। অভিযুক্ত বড় ভাই সুমন হোসেন (২৫) ঘটনার পর থেকেই পলাতক রয়েছেন।

পরিবারের সদস্যদের ভাষ্য,দুপুরে পাশের বাড়ির একটি দাওয়াতে যাওয়ার জন্য সুমনের সাইকেল নিয়ে যান শিহাব। দাওয়াত শেষে বাড়ি ফেরার পর সাইকেল ব্যবহারে দুই ভাইয়ের মধ্যে বাগবিতণ্ডা হয়। একপর্যায়ে সুমন কোমর থেকে ছুরি বের করে শিহাবের পিঠে আঘাত করেন।

রক্তাক্ত অবস্থায় স্থানীয়দের সহায়তায় শিহাবকে চৌগাছা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে জরুরি বিভাগের চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। চিকিৎসক আনোয়ারুল আবেদীন বলেন, শিহাবের পিঠের বাম পাশে গভীর ছুরিকাঘাত ছিল, যা প্রাণঘাতী হয়েছে।

চৌগাছা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আনোয়ার হোসেন বলেন, অভিযুক্ত সুমনকে গ্রেপ্তারে পুলিশ অভিযান চালাচ্ছে। মরদেহ ময়নাতদন্তের জন্য যশোর জেনারেল হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। লিখিত অভিযোগ পেলে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক ও প্রকাশক:
মো. আশরাফ আলী
কর্তৃক এইচবি টাওয়ার (লেভেল ৫), রোড-২৩, গুলশান-১, ঢাকা-১২১২।
মোবাইল : ০১৪০৪-৪০৮০৫২, ০১৪০৪-৪০৮০৫৫, ই-মেইল : thebdbulletin@gmail.com.
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত