নলছিটিতে জমি সংক্রান্ত বিরোধের জেরে তিনজন কলেজ ছাত্রীসহ একই পরিবারের ছয়জন নারীকে পিটিয়ে আহত করেছে প্রতিপক্ষ।
গত মঙ্গলবার দুপুরে উপজেলার সুবিদপুর ইউনিয়নের মাদারঘোনা গ্রামে এ ঘটনা ঘটে। এ ঘটনায় রোববার (১৫ জুন) জোসনা বেগম নামের একজন ভুক্তভোগী বাদী হয়ে নলছিটি থানায় অভিযোগ করেছেন।
অভিযোগ সূত্রে জানা যায়, মাদারঘোনা এলাকার রাজু হাওলাদার, মিনারা বেগম, মো. রঞ্জু, রিয়াদ খান, রিফাত খান, মন্নান খান, মাসুদ খান ভুক্তভোগী ওই পরিবারের বসতঘরে হামলা চালায়। একপর্যায়ে তারা বাধা দিলে তাদের পিটিয়ে আহত করেন অভিযুক্তরা। পরে তাদের উদ্ধার করে বরিশাল শেরেবাংলা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়।
আহত জোসনা বেগম বলেন, মাদারঘোনা মৌজার ৩৬০ নং খতিয়ানে ৮৯ শতাংশ জমি থেকে ১২ শতাংশ জমি আমার বাবা ক্রয় করেন। আমরা দীর্ঘদিন ধরে সেখানে ঘর করে বসবাস করে আসছি। ওই জমির ভাগবন্টনের জন্য গত ১০ জুন সকালে স্থানীয় গন্যমান্য ব্যক্তিদের নিয়া সালিশি বৈঠকে বসলে অভিযুক্তরা সালিশদারদের মারধর করতে গেলে সালিশদাররা চলে যায়। পরে আমাদের অশ্লীল ভাষায় গালাগালি করে। একপর্যায়ে তারা আমাদের উপর ও বসতঘরে হামলা চালায়। আমাদের ঘরে কোন পুরুষ লোক না থাকায় এভাবে মারধর করে হামলা চালিয়েছে।
অভিযুক্ত মন্নান খানের সঙ্গে যোগাযোগ করা হলে তিনি বলেন, আমরা তাদের মারধর করিনি ।
নলছিটি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আশ্রাফ আলী বলেন, একই পরিবারের ছয়জনের ওপর হামলার ঘটনায় অভিযোগ গ্রহণ করা হয়েছে। তদন্ত করে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।