সোমবার ১০ নভেম্বর ২০২৫ ২৬ কার্তিক ১৪৩২
সোমবার ১০ নভেম্বর ২০২৫
বাঁশখালীর সাবেক মন্ত্রী জাফরুল ইসলামের স্মরণে দোয়া মাহফিল
বাঁশখালী (চট্টগ্রাম) প্রতিনিধি
প্রকাশ: সোমবার, ১০ নভেম্বর, ২০২৫, ১২:৩১ PM আপডেট: ১০.১১.২০২৫ ১২:৩৫ PM

চট্টগ্রামের বাঁশখালীতে বিএনপি সরকারের সাবেক বন ও পরিবেশ প্রতিমন্ত্রী এবং চট্টগ্রাম দক্ষিণ জেলা বিএনপির সাবেক সভাপতি মরহুম জাফরুল ইসলাম চৌধুরীর তৃতীয় মৃত্যুবার্ষিকী উপলক্ষে দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

রবিবার বাদ আছর বাঁশখালী উপজেলার চাম্বল খাদিজাতুল কোবরা মাদ্রাসার জামে মসজিদে চাম্বল ইউনিয়ন বিএনপি ও এর অঙ্গ–সহযোগী সংগঠনের উদ্যোগে এ দোয়া মাহফিলের আয়োজন করা হয়।

দোয়া মাহফিলে মরহুম জাফরুল ইসলাম চৌধুরীর আত্মার মাগফিরাত কামনা করে বিশেষ মোনাজাত করা হয়। পরে উপস্থিত মুসল্লি ও এতিম শিশুদের মাঝে তবারক বিতরণ করা হয়।

এ সময় উপস্থিত ছিলেন, বাঁশখালী উপজেলা বিএনপির সাবেক যুব বিষয়ক সম্পাদক এস এম আব্দুর রশিদ, উপজেলা শ্রমিকদলের সহসভাপতি সরওয়ার আলম, উপজেলা যুবদল নেতা হাসান মোহাম্মদ এরশাদুর রহমান, উপজেলা শ্রমিকদলের সহ সাধারণ সম্পাদক আব্দুল হাকীম, চাম্বল ইউনিয়ন শ্রমিকদলের সাধারণ সম্পাদক মো. আব্দুর রহীম, বিএনপি নেতা মুহাম্মদ মোজাম্মেল, আজিজ আহমেদ, শ্রমিক নেতা খোরশেদ ও সোহেল চৌধুরীসহ ইউনিয়ন বিএনপি ও অঙ্গ সহযোগী সংগঠনের নেতাকর্মীরা।

দোয়া মাহফিলে বক্তারা মরহুম জাফরুল ইসলাম চৌধুরীর রাজনৈতিক অবদান ও জনগণের প্রতি তাঁর নিষ্ঠার কথা স্মরণ করেন। তারা বলেন,  তিনি ছিলেন একজন সৎ, নিবেদিতপ্রাণ ও জনবান্ধব রাজনীতিক, যিনি সবসময় দল ও এলাকার মানুষের কল্যাণে কাজ করে গেছেন।

« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক ও প্রকাশক:
মো. আশরাফ আলী
কর্তৃক এইচবি টাওয়ার (লেভেল ৫), রোড-২৩, গুলশান-১, ঢাকা-১২১২।
মোবাইল : ০১৪০৪-৪০৮০৫২, ০১৪০৪-৪০৮০৫৫, ই-মেইল : thebdbulletin@gmail.com.
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত