সোমবার ১০ নভেম্বর ২০২৫ ২৬ কার্তিক ১৪৩২
সোমবার ১০ নভেম্বর ২০২৫
ধামরাইয়ে ইলেকট্রনিকস দোকানে অগ্নিকাণ্ড
ক্ষতি প্রায় ২০ লাখ টাকা
ধামরাই (ঢাকা) প্রতিনিধি
প্রকাশ: সোমবার, ১০ নভেম্বর, ২০২৫, ১২:১২ PM

ঢাকার ধামরাইয়ে একটি ইলেকট্রনিকস পণ্য বিক্রির দোকানে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। এতে দোকানটির মালিকের প্রায় ২০ লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে। রোববার রাত ৮টার দিকে উপজেলার গাংগুটিয়া ইউনিয়নের বারবাড়িয়া এলাকায় অবস্থিত মেসার্স আফিফা এন্টারপ্রাইজ এন্ড ইঞ্জিনিয়ারিং ওয়ার্কসপ নামের দোকানে এই অগ্নিকাণ্ড ঘটে।

ব্যবসায়ী আবু সাঈদ জানান, সন্ধ্যা সাড়ে ৭টার দিকে দোকান বন্ধ করে তিনি বাসায় ফিরে যান। কিছুক্ষণ পর পথচারীরা দোকানের শাটারের নিচ দিয়ে ধোঁয়া বের হতে দেখে চিৎকার শুরু করলে স্থানীয়রা ছুটে আসেন। পরে শাটার ভেঙে দেখা যায় ভেতরে আগুন লেগে বিভিন্ন মালামাল পুড়ছে। প্রায় ৩০ মিনিট পানি ও বালু নিক্ষেপ করে স্থানীয়রা আগুন নিয়ন্ত্রণে আনেন।

অগ্নিকাণ্ডে দোকানে থাকা ইলেকট্রনিকস সরঞ্জাম, নগদ অর্থ, আসবাবপত্রসহ বিভিন্ন সামগ্রী সম্পূর্ণভাবে পুড়ে যায়। এতে কমপক্ষে ২০ লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে দাবি করেন দোকান মালিক।

ভুক্তভোগীর বাবা সোনা মিয়া বলেন, দোকান বন্ধ করে বাসায় ফেরার কিছুক্ষণ পরই আগুনের খবর পাই। স্থানীয়রা চেষ্টা করে আগুন নিয়ন্ত্রণে আনেন। প্রায় সব পণ্যই পুড়ে ছাই হয়ে গেছে।

অগ্নিকাণ্ডের কারণ তাৎক্ষণিকভাবে জানা না গেলেও ধারণা করা হচ্ছে শর্ট সার্কিট থেকে আগুনের সূত্রপাত হয়ে থাকতে পারে।

« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক ও প্রকাশক:
মো. আশরাফ আলী
কর্তৃক এইচবি টাওয়ার (লেভেল ৫), রোড-২৩, গুলশান-১, ঢাকা-১২১২।
মোবাইল : ০১৪০৪-৪০৮০৫২, ০১৪০৪-৪০৮০৫৫, ই-মেইল : thebdbulletin@gmail.com.
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত