বৃহস্পতিবার ১০ জুলাই ২০২৫ ২৬ আষাঢ় ১৪৩২
বৃহস্পতিবার ১০ জুলাই ২০২৫
কুয়েট থেকে ভিসি নিয়োগের দাবিতে কর্মচারীদের মানববন্ধন
খুলনা প্রতিনিধি
প্রকাশ: বুধবার, ৯ জুলাই, ২০২৫, ৫:৫২ PM
খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (কুয়েট) থেকে দ্রুত ভাইস চ্যান্সেলর নিয়োগ দিয়ে বিশ্ববিদ্যালয়ের একাডেমিক ও দাপ্তরিক কার্যক্রম শুরু এবং বেতন ভাতার দাবিতে কুয়েট কর্মচারী সমিতির উদ্যোগে মানববন্ধন অনুষ্ঠিত হয়।

বুধবার (৯ জুলাই) বেলা ১১ টায় বিশ্ববিদ্যালয়ের দূর্বার বাংলা পাদদেশে অনুষ্ঠিত এ মানববন্ধনে সভাপতিত্ব করেন কর্মচারী সমিতির সভাপতি এরশাদ আলী।

সমিতির সাধারণ সম্পাদক মোঃ হাসিব সরদারের সঞ্চালনায় মানববন্ধনে বক্তৃতা করেন কর্মচারী সমিতির সাবেক সাধারণ জালাল মুন্সি, সাবেক সভাপতি মোঃ ইমদাদ মোড়ল, সাংগঠনিক সম্পাদক মোঃ সম্রাট কাজী, সিনিয়র সহ-সভাপতি শাহরিয়ার খান, সহ-সাধারণ সম্পাদক মেঃ হাবিবুর রহমান, সহ-সভাপতি আসাদ মোড়ল, কর্মকর্তা সমিতির সাধারণ সম্পাদক আহসান হাবীব, সভাপতি মোঃ রোকনুজ্জামান প্রমূখ।

মানববন্ধন বক্তারা কুয়েটের এই দুর্ভিক্ষ থেকে পরিত্রাণে সংশ্লিষ্ট মন্ত্রণালয় এবং ইউজিসিকে দ্রুত সমস্যার সমাধানে এগিয়ে আসার আহ্বান জানান।

সমিতির নেতৃবৃন্দ হুঁশিয়ারি উচ্চারণ করে বলেন, আগামী এক সপ্তাহের মধ্যে তাদের দাবি পূরণ না হলে রাজপথে আন্দোলনসহ কর্মবিরতি পালনের কর্মসূচি ঘোষণা দেওয়া হবে।

« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক ও প্রকাশক:
মো. আশরাফ আলী
কর্তৃক এইচবি টাওয়ার (লেভেল ৫), রোড-২৩, গুলশান-১, ঢাকা-১২১২।
মোবাইল : ০১৪০৪-৪০৮০৫২, ০১৪০৪-৪০৮০৫৫, ই-মেইল : thebdbulletin@gmail.com.
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত