সোমবার ১০ নভেম্বর ২০২৫ ২৬ কার্তিক ১৪৩২
সোমবার ১০ নভেম্বর ২০২৫
চট্টগ্রামে ব্যবসায়ী হাকিম হত্যার নেপথ্যে বালুমহাল দ্বন্দ্ব
চট্টগ্রাম ব্যুরো
প্রকাশ: সোমবার, ১০ নভেম্বর, ২০২৫, ৯:১৫ PM
চট্টগ্রামের হাটহাজারীর মদুনাঘাটে ব্যবসায়ী আবদুল হাকিমকে পরিকল্পিতভাবে হত্যা করা হয়েছে। হত্যার রহস্য উদঘাটনে পুলিশ ছয়জনকে গ্রেপ্তার করেছে। গ্রেপ্তারদের দেওয়া তথ্যের ভিত্তিতে তদন্তে উঠে এসেছে, হত্যার নেপথ্যে ছিল বালুমহাল দখল এবং স্থানীয় আধিপত্যের দ্বন্দ্ব।

সোমবার (১০ নভেম্বর) চট্টগ্রাম জেলা পুলিশ সুপার (এসপি) মো. সাইফুল ইসলাম সানতু সংবাদ সম্মেলনে গ্রেপ্তারদের তথ্য, উদ্ধারকৃত অস্ত্র ও হত্যাকাণ্ডের পরিকল্পনার বিস্তারিত তুলে ধরেন।

গ্রেপ্তারদের মধ্যে রয়েছেন— মো. আব্দুল্লাহ খোকন ওরফে ল্যাংড়া খোকন, মো. মারুফ, জিয়াউর রহমান, মো. সাকলাইন হোসেন, মো. সাকিব এবং শাহেদ।

সংবাদ সম্মেলনে পুলিশ সুপার (এসপি) মো. সাইফুল ইসলাম সানতু বলেন, হাকিম হত্যা মামলার মূলহোতাসহ ৬ জনকে গ্রেপ্তার করা হয়েছে। গ্রেপ্তারদের দেওয়া তথ্যের ভিত্তিতে উদ্ধার করা হয় হত্যায় ব্যবহৃত আগ্নেয়াস্ত্র, বিপুল পরিমাণ গুলি এবং একটি মোটরসাইকেল।

তিনি আরও বলেন, হাকিম হত্যাকাণ্ডের ঘটনার পর থেকেই জেলা গোয়েন্দা শাখা (ডিবি) ও হাটহাজারী থানা পুলিশ যৌথ তদন্ত শুরু করে। গত ৩১ অক্টোবর রাউজানের বাগোয়ান ইউনিয়নের গরীব উল্লাহ পাড়া থেকে মূলহোতা ল্যাংড়া খোকনকে গ্রেপ্তার করা হয়। সে জিজ্ঞাসাবাদে হত্যায় সম্পৃক্ততার কথা স্বীকার করে আদালতে ১৬৪ ধারায় জবানবন্দি দেয়।

খোকনের দেওয়া তথ্য অনুযায়ী, ২ নভেম্বর চৌধুরীহাট এলাকা থেকে মারুফকে গ্রেপ্তার করা হয়। মারুফের স্বীকারোক্তিতে হত্যায় ব্যবহৃত অস্ত্রের অবস্থান জানা যায়, যা সাকলাইন হোসেনের হেফাজতে ছিল। পরে ৪ নভেম্বর রাতে অভিযান চালিয়ে সাকলাইনকে গ্রেপ্তার করা হয়। তার কাছ থেকে উদ্ধার করা হয় একটি একনলা বন্দুক, একটি এলজি ও একটি মোটরসাইকেল।

পুলিশ সুপার জানান, গ্রেপ্তার তিনজনের দেওয়া তথ্যের ভিত্তিতে রবিবার (৯ নভেম্বর) রাউজানের আইয়ুব আলী সওদাগরের বাড়িতে অভিযান চালানো হয়। সেখানে পাওয়া যায় চারটি বিদেশি পিস্তল, একটি রিভলভার, একটি চায়না রাইফেল, একটি শটগান, ৪৯ রাউন্ড রাইফেলের গুলি, ১৭ রাউন্ড শর্টগানের কার্তুজ, ১৯ রাউন্ড পিস্তলের গুলি, সাতটি ম্যাগাজিন, দুটি দেশিয় রামদা, একটি রকেট ফ্লেয়ার, ৫০ পিস ইয়াবা, ২৫০ গ্রাম গাঁজা ও ৯৬ হাজার টাকা নগদ। এ সময় আরও তিনজনকে গ্রেপ্তার করা হয়।

এসপি সাইফুল ইসলাম বলেন, বালুমহালের নিয়ন্ত্রণ ও স্থানীয় আধিপত্য বিস্তারের বিরোধকে কেন্দ্র করে হাকিমকে পরিকল্পিতভাবে হত্যা করা হয়েছে।

গত ৭ অক্টোবর বিকেলে মদুনাঘাট ব্রিজের পশ্চিম পাশে গুলিবিদ্ধ হয়ে নিহত হন ব্যবসায়ী আবদুল হাকিম। সকালে তিনি নিজের প্রাইভেট কারে হামিম এগ্রো ফার্মে যান, বিকেলে ফেরার পথে মোটরসাইকেল আরোহী সন্ত্রাসীরা তাঁর গাড়ির সামনে এসে এলোপাতাড়ি গুলি চালায়। ঘটনাস্থলেই মৃত্যু হয় হাকিমের।
« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক ও প্রকাশক:
মো. আশরাফ আলী
কর্তৃক এইচবি টাওয়ার (লেভেল ৫), রোড-২৩, গুলশান-১, ঢাকা-১২১২।
মোবাইল : ০১৪০৪-৪০৮০৫২, ০১৪০৪-৪০৮০৫৫, ই-মেইল : thebdbulletin@gmail.com.
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত