সোমবার ১০ নভেম্বর ২০২৫ ২৬ কার্তিক ১৪৩২
সোমবার ১০ নভেম্বর ২০২৫
নির্বাচনের মাধ্যমেই দেশ একটি স্থিতিশীল অবস্থায় যেতে পারে: মির্জা ফখরুল
ঠাকুরগাঁও প্রতিনিধি
প্রকাশ: সোমবার, ১০ নভেম্বর, ২০২৫, ৯:১২ PM
বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, আগামী ফেব্রুয়ারির নির্বাচনের মাধ্যমেই আমরা দেশকে একটা স্থিতিশীল অবস্থায় নিয়ে যেতে পারি।যারা নির্বাচনে হেরে যাওয়ার ভয় পান, তারাই নির্বাচন পেছানোর পাঁয়তারা করছেন। 

তিনি বলেন, গণভোট, সনদ, পিআর এগুলো আমরাও বুঝিনা, জনগণও বোঝেনা। জনগণ বোঝে নির্বাচন।  এই নির্বাচন আমাদের দেশের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। কারণ এই দেশ ১৬ বছর ধরে কোনো নির্বাচন পায়নি, জন সাধারণ দ্বারা নির্বাচিত কোনো পার্লামেন্ট পায়নি। 

সোমবার (১০ নভেম্বর) সন্ধ্যায় রুহিয়া থানাবাসির সাথে রুহিয়া উচ্চবিদ্যালয় মাঠে এক মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

বিএনপি মহাসচিব আরও বলেন, রুহিয়াবাসী সবসময়ই ধানের শীষ কে সমর্থন দিয়ে গেছেন। তাই  বিএনপি আগামী নির্বাচনের মাধ্যমে সরকার গঠন করতে পারলে রুহিয়াবাসীর জন্যও বিএনপি রাস্তাঘাটের উন্নয়নসহ সামগ্রিক উন্নয়ন করবে। তিনি প্রতিশ্রুতি দেন, রুহিয়া থানাকে উপজেলায় উন্নীত করার দাবি এ অঞ্চলের মানুষের দীর্ঘদিনের দাবি। বিএনপি নির্বাচিত হলে রুহিয়াকে অগ্রাধিকার ভিত্তিতে  উপজেলায় উন্নীত করা হবে।

তার জীবনের সম্ভাব্য শেষ নির্বাচন উল্লেখ করে তিনি জন সাধারণকে ধানের শীষে ভোট দেবার জন্য আহবান জানান। 

তিনি বলেন, “এদেশের মালিক জনগণ, তাই জনগণের অধিকার ও গণতন্ত্র প্রতিষ্ঠায় বিএনপি সব সময় সংগ্রাম করে আসছে এবং আগামীতেও সেই সংগ্রাম অব্যাহত থাকবে।”

বিএনপি মহাসচিব বলেন, দেশের বর্তমান অবস্থা থেকে উত্তরণের একমাত্র পথ হচ্ছে অবাধ ও নিরপেক্ষ নির্বাচন। জনগণের ভোটের অধিকার ফিরিয়ে আনতে হলে সবাইকে ঐক্যবদ্ধভাবে ধানের শীষে ভোট দিতে হবে।

তিনি বলেন, অন্তর্বর্তীকালীন সরকারের কাছে দাবি জানিয়ে বিএনপি অবহেলিত পিছিয়ে পড়া রংপুর অঞ্চলে সমন্বিত উন্নয়ন প্রকল্প নামে ৩৫০ কোটি টাকার একটা প্রকল্প এনেছে যা ঠাকুরগাঁও-পঞ্চগড় পর্যন্ত রাস্তাঘাটসহ জরুরি উন্নয়ন কাজ শুরু হয়েছে। বিএনপি সরকার গঠন করলে এই উন্নয়ন আরও সম্প্রসারিত হবে বলে তিনি জানান।

রুহিয়া থানা বিএনপির সভাপতি আব্দুল জব্বারের সভাপতিত্বে অনুষ্ঠিত এই সভায় জেলা বিএনপির সভাপতি মির্জা ফয়সাল আমীন, সাধারণ সম্পাদক পয়গাম আলী, সদর উপজেলা সভাপতি আব্দুল হামিদ শিক্ষক-শিক্ষার্থী, মুসলিম-হিন্দু সম্প্রদায়ের নারী-পুরুষ, রাজনৈতিক ব্যক্তিসহ বিভিন্ন শ্রেণিপেশার মানুষ উপস্থিত ছিলেন। 

ব্যস্ত সফরসূচি বাস্তবায়নের মধ্য দিয়ে বিএনপি মহাসচিব ঠাকুরগাঁওয়ে তার নির্বাচনী এলাকা চষে বেড়াচ্ছেন। রুহিয়ার পরে আখানগর এবং সবশেষে ঠাকুরগাঁও প্রেসক্লাবে প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকদের সাথে মতবিনিময়ের মধ্য দিয়ে আজকের কর্মসূচি শেষ করেন। আগামীকাল সকাল ও দুপুরে আরও দুইটি মতবিনিময় সভার মধ্য দিয়ে ঠাকুরগাঁও-১ আসনে বিএনপি মনোনীত প্রার্থী মির্জা ফখরুল ইসলাম আলমগীরের এবারকার মতো জনসংযোগ কর্মসূচি শেষ হওয়ার কথা রয়েছে।
« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক ও প্রকাশক:
মো. আশরাফ আলী
কর্তৃক এইচবি টাওয়ার (লেভেল ৫), রোড-২৩, গুলশান-১, ঢাকা-১২১২।
মোবাইল : ০১৪০৪-৪০৮০৫২, ০১৪০৪-৪০৮০৫৫, ই-মেইল : thebdbulletin@gmail.com.
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত