জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) কেন্দ্রীয় নেতৃবৃন্দের নারায়ণগঞ্জে আগমনকে ঘিরে নির্মিত একটি তোরণে আগুন দিয়েছে দুর্বৃত্তরা।
গত রাত সাড়ে ৩টার দিকে শহরের কলেজরোড এলাকায় এ ঘটনা ঘটে। আগুনে তোরণটির আংশিক পুড়ে গেছে।
এনসিপি নেতাদের অভিযোগ, নিষিদ্ধ ছাত্রলীগের নেতাকর্মীরাই এই হামলার পেছনে রয়েছে। তবে পুলিশ বলছে, এখনো পর্যন্ত দায়ীদের শনাক্ত করা যায়নি, তদন্ত চলছে।
এনসিপির কেন্দ্রীয় কমিটির সদস্য আহমেদুর রহমান তনু বলেন, রাত সাড়ে ৩টার দিকে একদল দুর্বৃত্ত এসে আমাদের তৈরি তোরণে আগুন লাগিয়ে দেয়। আমাদের ধারণা, নিষিদ্ধ ছাত্রলীগের কিছু সন্ত্রাসী এই কাজ করেছে। আগুনে তোরণের একটি বড় অংশ পুড়ে গেছে। নাইটগার্ড বিষয়টি টের পেয়ে এগিয়ে গেলে দুর্বৃত্তরা পালিয়ে যায়।
তিনি আরও বলেন, ঘটনার পরপরই এনসিপির স্থানীয় নেতাকর্মীরা ঘটনাস্থলে ছুটে যান এবং বিষয়টি তাৎক্ষণিকভাবে পুলিশকে অবহিত করেন। দলের পক্ষ থেকে এ ঘটনার তীব্র নিন্দা জানানো হয়েছে এবং দায়ীদের চিহ্নিত করে দ্রুত আইনের আওতায় আনার দাবি জানানো হয়েছে।
নারায়ণগঞ্জের অতিরিক্ত পুলিশ সুপার (অপরাধ ও অপারেশন) তারেক আল মেহেদী বলেন, সকালে আমরা ঘটনাটি জানতে পারি। এখনো পর্যন্ত কারা এই ঘটনা ঘটিয়েছে, তা নিশ্চিত হওয়া যায়নি। তবে বিষয়টি গুরুত্ব দিয়ে তদন্ত করা হচ্ছে। প্রয়োজনে সিসিটিভি ফুটেজ সংগ্রহসহ অন্যান্য তথ্য যাচাই করা হবে।