বাংলাদেশ ব্যাংকের উপপরিচালক (ডিডি) নাঈম রহমান রবিবার দুপুর থেকে নিখোঁজ। সর্বশেষ তার মোবাইল ফোনের লোকেশন, রবিবার দুপুর ১২টা ৫৩ মিনিটে রাজধানীর সায়েদাবাদ এলাকায় শনাক্ত হয়। এরপর থেকে তার আর কোনো খোঁজ পাওয়া যায়নি।
জানা গেছে, রোববার সকালে তিনি অফিসে যোগ দেন। তবে দুপুরের পর হঠাৎ করেই তিনি ডেস্ক থেকে বেরিয়ে যান। তার ব্যাগ, পরিচয়পত্র এবং অন্যান্য জিনিসপত্র অফিসেই পড়ে ছিল। ঠিক দুপুর ১২টা ৫৩ মিনিটে তিনি সহকর্মী এক কর্মকর্তাকে একটি বার্তা পাঠান। সেখানে ছোট বোনের চাকরির বিষয়ে সহায়তা করার অনুরোধ জানিয়ে তিনি লিখেছিলেন-‘এটাই হয়তো আমার শেষ চাওয়া।’ এই বার্তার পর থেকেই তার ফোন বন্ধ পাওয়া যায়। সহকর্মীদের ধারণা, মানসিক চাপের মধ্যেই তিনি এমন পদক্ষেপ নিয়ে থাকতে পারেন।
সহকর্মীরা জানান, নাঈম রহমান শান্ত-স্বভাবের, দায়িত্বশীল ও সৎ কর্মকর্তা হিসেবে পরিচিত। তবে সাম্প্রতিক সময়ে কিছু আর্থিক ও পারিবারিক জটিলতায় তিনি মানসিকভাবে ভেঙে পড়েছিলেন বলে জানা গেছে।
বাংলাদেশ ব্যাংক অফিসার্স ওয়েলফেয়ার কাউন্সিলের ঢাকা শাখার সভাপতি ও অতিরিক্ত পরিচালক মাসুম বিল্লাহ বলেন,
আমরা সবাই তার খোঁজে আছি। তিনি পরিবারের একমাত্র পুরুষ সদস্য। তার মা, স্ত্রী, কন্যা ও ছোট বোন অত্যন্ত উদ্বেগের মধ্যে আছেন। কেউ তার কোনো খোঁজ পেলে অনুগ্রহ করে নিকটস্থ থানায় অথবা বাংলাদেশ ব্যাংকের সঙ্গে যোগাযোগ করুন।
নাঈম রহমান নিখোঁজের ঘটনায় ইতোমধ্যে থানায় সাধারণ ডায়েরি (জিডি) করা হয়েছে। পুলিশ তার শেষ অবস্থান, মোবাইল লোকেশন এবং যাতায়াত পথ ধরে অনুসন্ধান চালাচ্ছে বলে জানিয়েছে তদন্ত কর্মকর্তারা।