শনিবার ২৬ জুলাই ২০২৫ ১১ শ্রাবণ ১৪৩২
শনিবার ২৬ জুলাই ২০২৫
ওসি বললেন— “এত দামি ফোন নিয়ে ঘুরলে ছিনতাই তো হবেই”
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: শুক্রবার, ২৫ জুলাই, ২০২৫, ৫:০৭ PM আপডেট: ২৫.০৭.২০২৫ ৭:১৭ PM
মোহাম্মদপুরে এক সাংবাদিকের মোবাইল ছিনতাইয়ের ঘটনায় প্রধান অভিযুক্তসহ তিনজনকে গ্রেফতার করেছে পুলিশ। তারা হলো— ইউসুফ, সিয়াম এবং জহুরুল। এই ঘটনায় ছিনিয়ে নেওয়া মোবাইল ফোনটি উদ্ধার হয়েছে।

এর আগে বৃহস্পতিবার রাত ১১টার দিকে বছিলা রোডে তিনরাস্তা মোড়ে ওই সাংবাদিক ছিনতাইয়ের শিকার হন। পরে তিনি থানায় গিয়ে পুলিশের সহযোগিতা না পাওয়ার অভিযোগ তুলেন।

ঘটনা শুনে মোহাম্মদপুর থানার ওসি আলী ইফতেখার হাসান ভুক্তভোগীকে বলেন, “আমি ওসি হয়েও এই কমদামি ফোন ব্যবহার করি, আপনি এত দামি ফোন নিয়ে ঘুরলে ছিনতাই তো হবেই!”

পুনরায় ঘটনাস্থলে যাওয়ার বিষয়ে অনীহা প্রকাশ করে এসআই জসিম বলেন, “ওখানে ছিনতাইকারীরা বসে থাকবে নাকি? আপনার কমন সেন্স নাই?”

এ ঘটনায় ভুক্তভোগী সাংবাদিক নিজেই সামাজিক যোগাযোগ মাধ্যমে ছিনতাইয়ে ঘটনা ও পুলিশের অসদাচরণ নিয়ে একটি পোস্ট দেন। 

সামাজিক যোগাযোগমাধ্যমে পুলিশের ভূমিকা নিয়ে ব্যাপক সমালোচনা শুরু হলে নড়েচড়ে বসে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) তেজগাঁও বিভাগ। পরে মোহাম্মদপুরে বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে ছিনতাইয়ের সঙ্গে জড়িত তিনজনকে গ্রেফতার করে পুলিশ। একই সঙ্গে ভুক্তভোগীকে সহযোগিতা না করা এবং তার সঙ্গে অসদাচরণ করার অভিযোগে মোহাম্মদপুর থানার চার পুলিশ সদস্যকে প্রত্যাহার করা হয়েছে।

ডিএমপির তেজগাঁও বিভাগের উপ-কমিশনার (ডিসি) ইবনে মিজান বলেন, এ ঘটনায় শুক্রবার দুপুরে পৃথক অভিযানে তিনজনকে গ্রেফতার করা হয়। একই সঙ্গে দায়িত্বে অবহেলার অভিযোগ ওঠায় মোহাম্মদপুর থানার চার পুলিশ সদস্যকে ক্লোজ করা হয়েছে। যার মধ্যে রয়েছেন— এসআই জসিম উদ্দিন, এএসআই আনারুল এবং আরও দু'জন পুলিশ সদস্য মাজেদুর রহমান ও মো. নুরুন্নবী।

আজ শুক্রবার (২৫ জুলাই) মোহাম্মদপুরে বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে ছিনতাইকারীদের গ্রেফতার করা হয়।
« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক ও প্রকাশক:
মো. আশরাফ আলী
কর্তৃক এইচবি টাওয়ার (লেভেল ৫), রোড-২৩, গুলশান-১, ঢাকা-১২১২।
মোবাইল : ০১৪০৪-৪০৮০৫২, ০১৪০৪-৪০৮০৫৫, ই-মেইল : thebdbulletin@gmail.com.
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত