ধামরাইয়ে দেশীয় মদপান করে বিপল কুজুর (৪৫)ও সুধীর পিকজা (৪৫) নামে দুই ব্যক্তির মৃত্যু হয়েছে। শুক্রবার (৮ আগষ্ট) সকালে কালামপুর এলাকায় কাশেমের বাড়ি থেকে নিহতদের লাশ উদ্ধার করেছে ধামরাই থানা পুলিশ।
নিহতরা হলেন- রংপুর জেলার, মিঠাপুর থানার, বিরোধপুর গ্রামের, বাবলু কুজুর ছেলে বিপল কুজুর, একই এলকার ঘুগন পিকজার ছেলে সুধীর পিকজা (৪৫)।
এলাকাবাসী জানান, বিপল ও সুধীর দুইজনে অনেক দিন ধরে কালামপুর আশ্রয়্যান (গুচ্ছগ্রাম) এলাকায় কাশেমের বাড়িতে ভাড়া থাকতেন তারা দু জনে এলাকায় এলাকায় খালে বিলে গিয়ে কুইচা ধরে তারা হাটে বাজারে বিক্রি করতেন।
তারা আজ রাতে মদপান করে অসুস্থ হয়ে পড়ে। পরে এলাকাবাসী তাদের উদ্ধার করে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়। অবস্থা খারাপ হলে উন্নত চিকিৎসার জন্য ধামরাই সদর হাসপাতালে নেওয়ার পথে তাদের মৃত্যু হয়।
ধামরাই থানার উপ-পরিদর্শক এসআই ইব্রাহিম পাটোয়ারী বলেন, কালামপুর এলাকায় মদপান করে দুই জনের মৃত্যু হয়েছে।ফোন করে এমন খবর জানান এলাকাবাসী। পরে ঘটনাস্থলে গিয়ে লাশ উদ্ধার করে থানায় আনা হয়েছে। ময়নাতদন্তের জন্য হোসেন শহীদ সোহরাওয়াদী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানোর প্রস্তুতি চলছে।