কুষ্টিয়ার দৌলতপুর আসনে বিএনপির মনোনয়ন পরিবর্তনের দাবিতে গণসমাবেশ ও মিছিল করেছে বিএনপির একাংশের নেতাকর্মী ও সমর্থকরা।
শুক্রবার বিকালে দৌলতপুর পাইলট সরকারী মাধ্যমিক বিদ্যালয় মাঠে অনুষ্ঠিত গণ সমাবেশে বক্তব্য রাখেন- উপজেলা বিএনপির প্রতিষ্ঠাতা সভাপতি আলহাজ আলতাফ হোসেন, উপজেলা বিএনপির সাবেক যুগ্ম আহবায়ক আলহাজ নুরুজ্জামান হাবলু মোল্লা, সাবেক যুগ্ম আহবায়ক আবিদ হাসান মন্টি সরকার, বিএনপি নেতা আলাউদ্দিন বাদল,উপজেলা যুবদলের সাবেক সাধারণ সম্পাদক মনিরুজ্জামান মুনতাজ, উপজেলা যুবদলের সদস্য সচিব রেজানুর রহমান মাসুম প্রমুখ।
এসময় উপজেলা কৃষকদলের আহবায়ক আরিফুল ইসলাম নান্নু, শামীউল্লাহ খান সেন্টু, পিয়ারপুর ইউনিয়ন বিএনপির সাবেক সভাপতি নজরুল ইসলামসহ বিভিন্ন স্তরের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
সমাবেশে বক্তারা সদ্য ঘোষিত বিএনপির প্রাথমিক মনোনয়ন বাতিল করে কর্মীদের প্রত্যাশা পুরণে জাতীয়তাবাদী যুবদল ঢাকা মহানগর উত্তরের আহবায়ক শরীফ উদ্দিন জুয়েলকে মনোনয়ন দেয়ার দাবি জানান।
সমাবেশে বিপুলসংখ্যক নারী নেতাকর্মীর উপস্থিতি লক্ষ্য করা গেছে। সমাবেশ শেষে একটি মিছিল বের হয়ে সেন্টার মোড়স্থ দলীয় কার্যালয়ের সামনে শেষ হয়।
উল্লেখ্য, গত ৩ নভেম্বর বিএনপি ঘোষিত প্রার্থী তালিকায় এই আসনের জন্য উপজেলা বিএনপির সভাপতি ও সাবেক সংসদ সদস্য রেজা আহমেদ বাচ্চু মোল্লাকে মনোনীত করা হয়। এরপর থেকে শরীফ উদ্দিন জুয়েলের কর্মী-সমর্থকরা প্রার্থী পরিবর্তনের দাবিতে বিভিন্ন কর্মসুচি পালন করে আসছে।