শুক্রবার ২১ নভেম্বর ২০২৫ ৭ অগ্রহায়ণ ১৪৩২
শুক্রবার ২১ নভেম্বর ২০২৫
কুড়িগ্রাম স্টেডিয়াম পরিদর্শনে আসিফ আকবর
লাবিবা রওনক রচনা, কুড়িগ্রাম
প্রকাশ: শুক্রবার, ২১ নভেম্বর, ২০২৫, ৯:৩৩ PM

বাংলাদেশ ক্রিকেট বোর্ডের বয়সভিত্তিক গ্রুপের চেয়ারম্যান মোহাম্মদ আসিফ আকবর বলেছেন, জাতীয় পর্যায়ে বয়স ভিত্তিক ৬ থেকে ৭টি টুর্নামেন্ট আয়োজনের প্রক্রিয়া চলছে। এরই ধারাবাহিকতায় প্রাইম ব্যাংক স্কুল টুর্নামেন্ট দ্রুতই শুরু করা হবে। ক্রিকেট খেলোয়াড়রা যাতে ৮ মাস মাঠে থাকতে পারে সে ব্যবস্থা করা হবে। পাশাপাশি ফুটবল খেলোয়ারদের জন্য বিকল্প মাঠ নির্বাচন করা হবে। ১৪ থেকে ১৮ বছর বয়সী খেলোয়াড়দের উন্নয়নে ভেন্যু পরিদর্শনে আজ দুপুরে উত্তরাঞ্চল সফরের অংশ হিসেবে কুড়িগ্রাম স্টেডিয়াম পরিদর্শন কালে উপরোক্ত কথা গুলো বলেন তিনি।

তিনি আরও বলেন, খেলোয়াড়দের অনুশীলনে মাঠের সকল সুযোগ সুবিধা নিশ্চিত রয়েছে কিনা তা পর্যবেক্ষণ করে দ্রুত ব্যবস্থা নেয়া হবে। আমাদের আশা তরুন প্রজন্মের জন্য ক্রিকেট খেলা নিশ্চিত করা এবং দেশের সব শিক্ষা প্রতিষ্ঠানে তা ছড়িয়ে দেয়া। 

পরিদর্শন শেষে স্টেডিয়াম হলরুমে খেলোয়ার, ক্লাব কমিটির সদস্য ও স্টেডিয়াম সংশ্লিষ্টদের সাথে তিনি মতবিনিময় করেন।

এসময় বাংলাদেশ ক্রিকেট বোর্ডের পরিচালক মোহাম্মদ হাসানুজ্জামান, সদস্য সচিব আরমানুল ইসলাম, অতিরিক্ত জেলা প্রশাসক আসাদুজ্জামানসহ জেলা ক্রীড়া সংস্থা ও ক্লাব কমিটির সদস্যরা উপস্থিত ছিলেন।







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক ও প্রকাশক:
মো. আশরাফ আলী
কর্তৃক এইচবি টাওয়ার (লেভেল ৫), রোড-২৩, গুলশান-১, ঢাকা-১২১২।
মোবাইল : ০১৪০৪-৪০৮০৫২, ০১৪০৪-৪০৮০৫৫, ই-মেইল : thebdbulletin@gmail.com.
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত