বুধবার ১৩ আগস্ট ২০২৫ ২৯ শ্রাবণ ১৪৩২
বুধবার ১৩ আগস্ট ২০২৫
চুরির অভিযোগে তরুণকে পিটিয়ে হত্যা
নাটোর প্রতিনিধি
প্রকাশ: শনিবার, ৯ আগস্ট, ২০২৫, ৪:৩৩ PM
সিংড়ায় কবুতর চুরির অভিযোগে আকরাম হোসেন (১৮) নামে এক তরুণকে পিটিয়ে হত্যার ঘটনা ঘটেছে। 

গতকাল সন্ধ্যায় উপজেলার পাটকোল এলাকায় এ ঘটনা ঘটে। নিহত আকরাম উপজেলার পারসিংড়া গ্রামের মৃত ইউনুস আলীর ছেলে।

সিংড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রফিকুল ইসলাম জানান, কয়েক দিন আগে পাটকোল এলাকার কৃষি উদ্যোক্তা ও কবুতর খামারি মাসুদ করিম মিঠুর খামারে চুরির ঘটনা ঘটে। এ ঘটনায় পার্শ্ববর্তী পারসিংড়ার আকরামকে সন্দেহ করে মিঠু গ্রামবাসীর কাছে বিচার দেন। 

তবে গ্রাম্য সালিশে আকরাম উপস্থিত না হওয়ায় ক্ষুব্ধ হয়ে শুক্রবার দুপুর দেড়টার দিকে মিঠু ও তার এক সহযোগী রিকশায় করে আকরামকে পাটকোল এলাকায় নিয়ে যান। পরে মিঠুর পেয়ারা বাগানে তাকে পিটিয়ে গুরুতর আহত অবস্থায় রাস্তার পাশে ফেলে রেখে যান। 

স্থানীয়রা আহত আকরামকে উদ্ধার করে সিংড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। খবর পেয়ে পুলিশ মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য নাটোর সদর হাসপাতাল মর্গে পাঠায়।
« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক ও প্রকাশক:
মো. আশরাফ আলী
কর্তৃক এইচবি টাওয়ার (লেভেল ৫), রোড-২৩, গুলশান-১, ঢাকা-১২১২।
মোবাইল : ০১৪০৪-৪০৮০৫২, ০১৪০৪-৪০৮০৫৫, ই-মেইল : thebdbulletin@gmail.com.
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত