টঙ্গীতে ছিনতাই করতে গিয়ে গণপিটুনিতে অজ্ঞাত (২২) ছিনতাইকারীর মৃত্যু হয়েছে। আজ সোমবার (১১ আগষ্ট) বেলা এগারোটার দিকে স্টেশন রোড এলাকায় এই ঘটনা ঘটে।
ভুক্তভোগী হাবীব জানান, সকালে বোনকে নিয়ে চিকিৎসকের কাছে যাচ্ছিলেন তিনি। এসময় স্টেশন রোড এলাকায় পৌছালে ৩-৪ জন ছিনতাইকারীদের একটি চক্র তাদের কাছ থেকে দুইটি মোবাইল ফোন ছিনিয়ে নেয়। পরে স্থানীয়দের সহায়তায় একজনকে সনাক্ত করলে তার কাছ থেকে একটি ফোন উদ্ধার করা হয়। এসময় উপস্থিত জনগণ উত্তেজিত হয়ে তাকে মারধর করে পুলিশে সোপর্দ করে।
পুলিশ জানায়, আটককৃত ছিনতাইকারী অসুস্থ হয়ে পরলে তাকে টঙ্গীর শহীদ আহসান উল্লাহ মাষ্টার জেনারেল হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে উন্নত চিকিৎসার জন্য গাজীপুর শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করেন।পরে হাসপাতালে নেয়ার পর কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
এ বিষয়ে জানতে টঙ্গী পূর্ব থানার অফিসার ইনচার্জ মুহাম্মদ ফরিদুল ইসলামের সাথে যোগাযোগ করার চেষ্টা করলেও তিনি ফোন রিসিভ করেননি।
স্থানীয়দের দাবী পুলিশের নিস্ক্রিয়তার কারনে টঙ্গী জুড়ে ছিনতাইয়ের ঘটনা বৃদ্ধি পেয়েছে। এতে ক্ষুব্ধ জনগণের মধ্যে আইন হাতে তুলে নেওয়ার প্রবণতা বৃদ্ধি পাচ্ছে।
উল্লেখ্য, গত একবছরে টঙ্গী অঞ্চলে গণপিটুনিতে অন্তত চার জনের মৃত্যু হয়েছে।