শনিবার ২২ নভেম্বর ২০২৫ ৮ অগ্রহায়ণ ১৪৩২
শনিবার ২২ নভেম্বর ২০২৫
বেলাবোতে তারেক রহমানের ৬১তম জন্মদিন উপলক্ষে বীজ ধান বিতরণ
আমিনুল হক, বেলাবো (নরসিংদী) প্রতিনিধি
প্রকাশ: শনিবার, ২২ নভেম্বর, ২০২৫, ৮:২৬ PM

নরসিংদীর বেলাবোতে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের ৬১তম জন্মদিন উপলক্ষে এগ্রিকালচারিস্ট এসোসিয়েশন অব বাংলাদেশ (এ্যাব) এর আয়োজনে প্রায় ৭ শতাধিক গরিব ও প্রান্তিক কৃষকের মাঝে বোরো ধানের বীজ ও টিশার্ট বিতরণ করা হয়েছে।

শনিবার দুপুরে উপজেলার বেলাবো সরকারি পাইলট মডেল হাই স্কুল মাঠে বিভিন্ন ইউনিয়ন থেকে আগত কৃষকদের মাঝে ১০ কেজি করে উন্নত বোরো ধানের বীজ বিতরণ করা হয়।

বেলাবো উপজেলা বিএনপির সাবেক সহ-সভাপতি গোলাম ফারুক ভূঁইয়ার সভাপতিত্বে এবং বেলাবো উপজেলা স্বেচ্ছাসেবক দলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক কাজী তুহিনের সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন এগ্রিকালচারিস্ট এসোসিয়েশন অব বাংলাদেশ (এ্যাব) এর সদস্য সচিব ও কৃষক দলের কেন্দ্রীয় কমিটির যুগ্ম সম্পাদক কৃষিবিদ শাহাদাত হোসেন বিপ্লব।

এ সময় উপস্থিত ছিলেন এ্যাবের যুগ্ম আহ্বায়ক শাহাদত হোসেন চঞ্চল, সদস্য প্রফেসর ড. জামশেদ আলম রিপন, এ্যাবের কেন্দ্রীয় নেতা কৃষিবিদ আমানুল্লাহ, বেলাবো উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক মো. হাফিজ উদ্দিন, বেলাবো উপজেলা বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক এস.এম. শাজাহানসহ এ্যাবের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ।

প্রধান অতিথি কৃষিবিদ শাহাদাত হোসেন বিপ্লব বলেন, তারেক রহমানের ৩১ দফা বাস্তবায়নের লক্ষ্যে ধানের শীষের প্রার্থীকে ভোট দিয়ে বিএনপিকে রাষ্ট্রক্ষমতায় আনার আহ্বান জানান। আগামী নির্বাচনে বিএনপি জনগণের ভোটে ক্ষমতায় এলে কৃষকদের ফারমার্স কার্ড এবং পরিবারপ্রধানদের জন্য ফ্যামিলি কার্ডের ব্যবস্থা করা হবে। ফারমার্স কার্ডের মাধ্যমে কৃষকরা সমস্ত সরকারি ও আর্থিক সেবা পাবেন এবং ফ্যামিলি কার্ডের মাধ্যমে সরকারের পক্ষ থেকে আর্থিক সহায়তা ও পণ্য সহায়তা দেওয়া হবে বলে জানান।

৩১ দফা বাস্তবায়িত হলে দেশের প্রতিটি নাগরিক ন্যায়বিচার, সমঅধিকার ও প্রকৃত স্বাধীনতা ভোগ করতে পারবে। বিধায় আগামী ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ধানের শীষে ভোট দেওয়ার জন্য জনগণকে আহ্বান জানান।







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক ও প্রকাশক:
মো. আশরাফ আলী
কর্তৃক এইচবি টাওয়ার (লেভেল ৫), রোড-২৩, গুলশান-১, ঢাকা-১২১২।
মোবাইল : ০১৪০৪-৪০৮০৫২, ০১৪০৪-৪০৮০৫৫, ই-মেইল : thebdbulletin@gmail.com.
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত