নেত্রকোনা-২, সদর-বারহাট্রা আসনে বিএনপির মনোনিত প্রার্থী জেলা বিএনপির সভাপতি অধ্যাপক ডা. মো. আনোয়ারুল হক বলেন, ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিএনপি জয়লাভ করলে সকল নাগরিকের স্বাস্থ্যসেবা নিশ্চিত করবে। সকলের জন্য স্বাস্থ্য কার্ডের ব্যবস্থা করা হবে। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের রাষ্ট্র মেরামতের ৩১ দফার বাস্তবায়ন করা হবে। একটি পলাতক ফ্যাসিস্ট চক্র মানুষের ভোটের অধিকারকে বাধাগ্রস্থ করতে নানা ষড়যন্ত্র করছে। উৎসবমুখর পরিবেশে আগামী নির্বাচন আয়োজনের লক্ষে জাতীয়তাবাদী দলের সকল নেতাকর্মীকে ঐক্যবদ্ধ থাকতে হবে। তারুন্যের প্রথম ভোট, ধানের শীষের পক্ষে হোক।
নেত্রকোনা সদর উপজেলার রিমামপুর হাজী ফয়েজ উদ্দিন আকন্দ উচ্চ বিদ্যালয় মাঠে শনিবার সবার জন্য স্বাস্থ্য এবং সার্বজনীন চিকিৎসার আলোকে ফ্রি মেডিকেল ক্যাম্পেইন উদ্ধোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তৃতায় বিএনপির নমিনী অধ্যাপক ডা. মো. আনোয়ারুল হক এসব কথা বলেন।
অধ্যাপক ডা. মো. আনোয়ারুল হকের সহধর্মীনি ডা. লুৎফা হকের সার্বিক তত্বাবধানে ১ হাজার ২০০ জন রোগীকে মেডিকেল ক্যাম্পেইনে চিকিৎসাসেবা প্রদান করা হয়।
অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন জেলা বিএনপির সাবেক যুগ্ম আহবায়ক এস. এম মনিরুজ্জামান দুদু, জেলা বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক সালাউদ্দিন খান মিলকী, সাবেক সাংগঠনিক সম্পাদক এস. এম শফিকুল কাদের সুজা, সদর উপজেলা বিএনপির সাধারন সম্পাদক তাজউদ্দিন ফারাস সেন্টু প্রমুখ।