রবিবার ২৩ নভেম্বর ২০২৫ ৯ অগ্রহায়ণ ১৪৩২
রবিবার ২৩ নভেম্বর ২০২৫
কমলাপুর রেলস্টেশনে নারীকে কুপিয়ে হত্যা
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: মঙ্গলবার, ২৬ আগস্ট, ২০২৫, ৪:৩৫ PM

কমলাপুর রেলস্টেশনে শ্যামলী (৩০) নামে এক নারীকে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে হত্যা করা হয়েছে। পরকীয়া সম্পর্কে টানাপোড়েনের জের ধরে কথিত প্রেমিকই এ হত্যাকাণ্ড ঘটিয়েছেন বলে প্রাথমিকভাবে মনে করছে পুলিশ। এই ঘটনায় অভিযুক্ত প্রেমিক সুজনকে গ্রেপ্তারও করা হয়েছে।

গত রাত আনুমানিক ১১টার দিকে স্টেশনের ৭ নম্বর প্ল্যাটফর্মের পাশে শ্যামলীকে কুপিয়ে গুরুতর জখম করা হয়। তখন পুলিশ তাকে উদ্ধার করে দ্রুত ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে গেলে চিকিৎসক রাতে মৃত ঘোষণা করেন।

আজ মঙ্গলবার (২৬ আগস্ট) ঢাকা রেলওয়ে থানার (কমলাপুর) উপ-পরিদর্শক (এসআই) আবু হানিফ জানান, খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে গিয়ে রক্তাক্ত অবস্থায় ওই নারীকে উদ্ধার করে হাসপাতালে নেওয়া হয়। তার মুখমণ্ডল ও গলায় ধারালো অস্ত্রের একাধিক আঘাত ছিল।

রেলওয়ে থানার (কমলাপুর) ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জয়নাল আবেদীন জানান, শ্যামলীর বাড়ি নাটোর জেলায়। তিনি রাজধানীর আজিমপুর এলাকায় বসবাস থাকতেন। হত্যাকাণ্ডের সঙ্গে জড়িত সুজন নামের এক যুবককে ঘটনাস্থল থেকে গ্রেপ্তার করা হয়েছে। তার বাড়ি পাবনা জেলায়। দুজনই পৃথক দুটি সুপার শপের চাকরি করতেন।

ওসি বলেন, প্রাথমিকভাবে যতটুকু জানা গেছে, সুজন ও শ্যামলীর মধ্যে পরকীয়ার সম্পর্ক ছিল। তারা দুইজনই বিবাহিত। সম্প্রতি সেই সম্পর্কে টানাপোড়েন দেখা দেয়। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, সম্পর্কের অবনতিতে ঝগড়াঝাটিতে এই হত্যাকাণ্ড ঘটে। তারা দুজনই রাতে কেন কমলাপুর রেলস্টেশনে গিয়েছিলেন, সে বিষয়গুলো জানার চেষ্টা করা হচ্ছে।







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক ও প্রকাশক:
মো. আশরাফ আলী
কর্তৃক এইচবি টাওয়ার (লেভেল ৫), রোড-২৩, গুলশান-১, ঢাকা-১২১২।
মোবাইল : ০১৪০৪-৪০৮০৫২, ০১৪০৪-৪০৮০৫৫, ই-মেইল : thebdbulletin@gmail.com.
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত