রবিবার ২৩ নভেম্বর ২০২৫ ৯ অগ্রহায়ণ ১৪৩২
রবিবার ২৩ নভেম্বর ২০২৫
ভূমিকম্প আতঙ্কে
হল ছাড়তে শুরু করেছেন ঢাবি শিক্ষার্থীরা
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: রবিবার, ২৩ নভেম্বর, ২০২৫, ১২:১৮ PM
সংগৃহীত ছবি

সংগৃহীত ছবি

ভূমিকম্প পরবর্তী উদ্ভূত জরুরি পরিস্থিতিতে আগামী ৬ ডিসেম্বর পর্যন্ত ঢাকা বিশ্ববিদ্যালয় (ঢাবি) বন্ধ ঘোষণার পর থেকেই হল ছাড়তে শুরু করেছেন শিক্ষার্থীরা। রোববার (২৩ নভেম্বর) সকাল থেকেই শিক্ষার্থীরা তাদের প্রয়োজনীয় জিনিসপত্র নিয়ে বিভিন্ন হল ত্যাগ করতে দেখা যায়। ভূমিকম্পের আতঙ্কের মধ্যে বিশ্ববিদ্যালয় প্রশাসনের এই সিদ্ধান্তকে বেশিরভাগ শিক্ষার্থী স্বাগত জানিয়েছেন। তবে শিক্ষার্থীদের মধ্যে মিশ্র প্রতিক্রিয়াও রয়েছে।

অনেক শিক্ষার্থী বলছেন, এমন পরিস্থিতিতে বাধ্যতামূলক হল ত্যাগের নির্দেশ বিশ্ববিদ্যালয়ের আবাসন সংকটের স্থায়ী সমাধান নয়। এটি শুধুমাত্র একটি সাময়িক ব্যবস্থা।

বিশ্ববিদ্যালয় বন্ধ ও হল ত্যাগের ঘোষণার পর এই সিদ্ধান্তের প্রতিবাদে ক্যাম্পাসের কয়েকজন আবাসিক শিক্ষার্থী ভিসির বাসভবনের সামনে রাতভর অবস্থান কর্মসূচি পালন করেন। তারা বন্ধ ঘোষণা স্থগিত করে শিক্ষার্থীদের জন্য নিরাপদ আবাসনের দৃশ্যমান সমাধানসহ ৩ দফা দাবি উত্থাপন করেন।


শিক্ষার্থীরা বলছেন, দ্রুততম সময়ের মধ্যে হলের অবকাঠামোগত নিরাপত্তা নিশ্চিত করা এবং আবাসন সমস্যা সমাধান করা প্রশাসনের জরুরি দায়িত্ব।  



আরও সংবাদ   বিষয়:  ভূমিকম্প   ঢাবিৎ   শিক্ষার্থী   ছুটি  







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক ও প্রকাশক:
মো. আশরাফ আলী
কর্তৃক এইচবি টাওয়ার (লেভেল ৫), রোড-২৩, গুলশান-১, ঢাকা-১২১২।
মোবাইল : ০১৪০৪-৪০৮০৫২, ০১৪০৪-৪০৮০৫৫, ই-মেইল : thebdbulletin@gmail.com.
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত