জাতীয় নির্বাচনের দিনেই গণভোট আয়োজন হলে ভোটাররা বিভ্রান্তিতে পড়তে পারেন বলে মন্তব্য করেছেন জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল ও সাবেক সংসদ সদস্য মিয়া গোলাম পরওয়ার। তিনি বলেন, পরিবর্তিত পরিস্থিতিতে গণভোটের বিষয়ে সংশোধন আগে হওয়া প্রয়োজন। এ দাবিসহ ৫ দফা দাবিতে ইসলামী দলগুলোর আন্দোলন অব্যাহত থাকবে এবং বিভাগীয় শহরগুলোতে সমাবেশ অনুষ্ঠিত হবে।
শনিবার সকালে খুলনার খানজাহান আলী থানার আটরা গিলাতলা ইউনিয়নের আটরা শ্রীনাথ মাধ্যমিক বিদ্যালয় মাঠে নারী ভোটার সমাবেশ শেষে সাংবাদিকদের তিনি এসব কথা বলেন। পরওয়ার অভিযোগ করেন, প্রধান উপদেষ্টাকে ‘মিসগাইড’ করা হচ্ছে এবং বর্তমান আইনশৃঙ্খলা পরিস্থিতিতে এখনো লেভেল প্লেয়িং ফিল্ড তৈরি হয়নি। তার দাবি, প্রশাসন একটি দলের নির্দেশনা মেনে চলছে; রাজনৈতিক সংকট নিরসনে অন্তর্বর্তীকালীন সরকারের সিদ্ধান্ত নেওয়া জরুরি।
নারী ভোটার সমাবেশে সভাপতিত্ব করেন ওয়ার্ড সভাপতি মাওলানা সরোয়ার হোসেন। বিশেষ অতিথি ছিলেন জেলা সেক্রেটারি মুন্সী মিজানুর রহমান ও সহকারী সেক্রেটারি অধ্যাপক মিয়া গোলাম কুদ্দুস। বক্তৃতা করেন থানা আমীর ডা. সৈয়দ হাসান মাহমুদ টিটো, ইউপি সদস্য হাফেজ গোলাম মোস্তফা, ফরহাদ হোসেনসহ স্থানীয় নেতৃবৃন্দ।
সন্ধ্যায় ফুলতলা সদর ইউনিয়নের ঢাকুরিয়া সরকারি স্কুল মাঠে আরেকটি ভোটার সমাবেশে প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন মিয়া গোলাম পরওয়ার। সমাবেশে বক্তব্য রাখেন জেলা, উপজেলা ও ইউনিয়ন জামায়াতের নেতারা।
এর আগে সকালে তিনি শিরোমণির ডাকাতিয়া গ্রামে গণসংযোগ করেন এবং পরে দামোদর ইউনিয়নের ৭, ৮ ও ৯ নম্বর ওয়ার্ডে দলীয় অফিস উদ্বোধন করেন। রাতে তিনি ডুমুরিয়ার সাজিয়াড়া শামসুল উলুম মাদ্রাসার ১০৫তম বার্ষিক মাহফিলে প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন।