বৃহস্পতিবার ১৩ নভেম্বর ২০২৫ ২৯ কার্তিক ১৪৩২
বৃহস্পতিবার ১৩ নভেম্বর ২০২৫
গাইবান্ধায় ষষ্ঠ শ্রেণির ছাত্রীকে সংঘবদ্ধ ধর্ষণ, অতঃপর...
গাইবান্ধা প্রতিনিধি
প্রকাশ: শুক্রবার, ৫ সেপ্টেম্বর, ২০২৫, ৮:৪৯ PM

গোবিন্দগঞ্জে ষষ্ঠ শ্রেণির এক স্কুলছাত্রী সংঘবদ্ধ ধর্ষণের শিকার হয়েছে। এ ঘটনায় জড়িত থাকার অভিযোগে সাব্বির হোসেন (২৫) নামের এক যুবককে গ্রেপ্তার করেছে পুলিশ।

আজ শুক্রবার (৫ সেপ্টেম্বর) মামলার বরাত দিয়ে গোবিন্দগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বুলবুল ইসলাম এ তথ্য নিশ্চিত করেছেন।

অভিযুক্ত সাব্বির হোসেনের বাড়ি গাইবান্ধা জেলার সাঘাটা উপজেলার চন্দনপাট এলাকায়। তিনি ওই গ্রামের শাহজাহান আলীর ছেলে। বাকি আসামিরা হলেন- একই গ্রামের মন্টু মিয়ার ছেলে শান্ত (২৪) ও গোবিন্দগঞ্জ উপজেলার ভাঙ্গারী পাড়া এলাকার মোখলেছুর রহমান ওরফে মোক্তার হোসেনের ছেলে সুজন মিয়া (২৪)। 

সংঘবদ্ধ ধর্ষণের বিষয়টি নিশ্চিত করে গোবিন্দগঞ্জ থানার ওসি বলেন, সাঘাটা উপজেলার ওসমানের পাড়া উচ্চ বিদ্যালয়ে ৬ষ্ঠ শ্রেণির ছাত্রী তার বাড়ি থেকে গত ২ সেপ্টেম্বর সকালে স্কুলে যাওয়ার জন্য বের হয়। পথে তার প্রতিবেশী শান্ত মিয়ার ব্যাটারিচালিত অটোরিকশায় করে স্কুলে রওনা হয়। কিন্তু শান্ত মিয়া ওই ছাত্রীকে স্কুলে না নিয়ে ঘুরতে যাওয়ার কথা বলে গোবিন্দগঞ্জ উপজেলার মহিমাগঞ্জ ইউনিয়নের শ্রীপতিপুর গ্রামের বকুলতলা এলাকার সুজন মিয়ার বাড়িতে নিয়ে যায়। 

একপর্যায়ে সেখানে আসামি সাব্বির হোসেন এবং শান্ত মিয়া ওই ছাত্রীকে ধষর্ণ করে। পরে বাড়িতে গিয়ে ওই স্কুলছাত্রী বিষয়টি তার অভিভাবককে জানালে তারা সাব্বির হোসেন ও শান্ত মিয়ার বাড়িতে গিয়ে বিষয়টি জিজ্ঞাসা করলে উভয়ের মধ্যে বাকবিতণ্ডা হয়। এ নিয়ে গ্রামের লোকজন সাব্বির হোসেনকে মারপিট করে এবং শান্ত মিয়া পালিয়ে যায়। খবর পেয়ে সাঘাটা থানার পুলিশ ঘটনাস্থলে গিয়ে আসামি সাব্বির হোসেনকে গ্রেপ্তার করে।

ওসি আরও জানান, এ ঘটনায় ওই স্কুলছাত্রীর মা বাদী হয়ে গতকাল গোবিন্দগঞ্জ থানায় একটি মামলা হয়েছে। মামলায় তিনজনকে আসামি করা হয়েছে। এ মামলায় একজনকে গ্রেপ্তার করা হয়েছে। গ্রেপ্তারকৃত সাব্বিব হোসেনকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে। 







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
অনুসরণ করুন
     
সম্পাদক ও প্রকাশক:
মো. আশরাফ আলী
কর্তৃক এইচবি টাওয়ার (লেভেল ৫), রোড-২৩, গুলশান-১, ঢাকা-১২১২।
মোবাইল : ০১৪০৪-৪০৮০৫২, ০১৪০৪-৪০৮০৫৫, ই-মেইল : thebdbulletin@gmail.com.
🔝