মঙ্গলবার ২৫ নভেম্বর ২০২৫ ১১ অগ্রহায়ণ ১৪৩২
মঙ্গলবার ২৫ নভেম্বর ২০২৫
রায়পুরায় শহীদ আবু সাঈদ স্কুলের নামফলক উন্মোচন
রায়পুরা (নরসিংদী) প্রতিনিধি
প্রকাশ: সোমবার, ৮ সেপ্টেম্বর, ২০২৫, ৮:০০ PM

নরসিংদীর রায়পুরায় শহীদ আবু সাঈদ স্কুল এর নামফলক উন্মোচন করা হয়েছে। সোমবার সকালে এক অনাড়ম্বর অনুষ্ঠানের মাধ্যমে এ নাম ফলক উদ্বোধন করেন উপজেলা নির্বাহী অফিসার মো. মাসুদ রানা। 

এর আগে সাবেক মন্ত্রী রাজিউদ্দিন আহমেদ রাজুর মা আশরাফুন্নেছার নামে ২০১৪ সালে উপজেলার মেথিকান্দা উত্তরপাড়ায় “আশরাফুন্নেছা পাবলিক স্কুল” নামে প্রতিষ্ঠানটি পরিচালনা হয়ে আসছিল। আজ সোমবার থেকে আনুষ্ঠানিকভাবে বিদ্যালয়টি “শহীদ আবু সাঈদ স্কুল” নামে পরিচয় বহন করবে।

শহীদ আবু সাঈদ স্কুল পরিচালনা কমিটির সভাপতি বাবু দীপক দত্তের সভাপতিত্তে ফলক উন্মোচন অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন উপজেলা নির্বাহী অফিসার মো. মাসুদ রানা।

প্রতিষ্ঠানের প্রধান শিক্ষক হাবিবুর রহমান শাহীনের সঞ্চালনায় অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন রায়পুরা পৌরসভা বিএনপির সভাপতি ইদ্রিছ আলী মুন্সী, উপজেলা কেন্দ্রীয় মিলন মন্দির পরিচালনা কমিটির সভাপতি সবুজ নন্দী, উপজেলা বিএনপির যুব বিষয়ক সম্পাদক কাজী আসাদুর রহমান মিলনসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তি, জনপ্রতিনিধি ও শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষকবৃন্দ।

জানা গেছে, জুলাইয়ের গণ-অভ্যুত্থানে প্রথম শহীদ আবু সাঈদের নাম অমর করে রাখতে এ শিক্ষা প্রতিষ্ঠানের নামকরণ করা হয়। শহীদ আবু সাঈদ দেশের গণতান্ত্রিক আন্দোলনের অন্যতম সাহসী কণ্ঠস্বর ছিলেন। তাঁর আত্মত্যাগকে স্মরণীয় করে রাখতে এই বিদ্যালয়ের নামকরণ স্থানীয় শিক্ষার্থী, শিক্ষক এবং এলাকাবাসীর জন্য গৌরবের বিষয় হয়ে দাঁড়িয়েছে।

অনুষ্ঠানে বক্তারা বলেন, শহীদ আবু সাঈদের নাম দেশের ইতিহাসে চিরস্মরণীয় হয়ে থাকবে। নতুন প্রজন্ম তাঁর আদর্শে অনুপ্রাণিত হয়ে সৎ, সাহসী ও দেশপ্রেমিক নাগরিক হিসেবে গড়ে উঠবে।

উদ্বোধনী অনুষ্ঠানে শিক্ষার্থীদের মাঝে শহীদের জীবন ও সংগ্রামের গল্প তুলে ধরা হয়।

স্থানীয়রা জানান, বিদ্যালয়ের এ নামকরণ শুধু শিক্ষার্থীদের নয়, পুরো রায়পুরাবাসীর জন্য এক গর্বের অর্জন।







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক ও প্রকাশক:
মো. আশরাফ আলী
কর্তৃক এইচবি টাওয়ার (লেভেল ৫), রোড-২৩, গুলশান-১, ঢাকা-১২১২।
মোবাইল : ০১৪০৪-৪০৮০৫২, ০১৪০৪-৪০৮০৫৫, ই-মেইল : thebdbulletin@gmail.com.
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত