মঙ্গলবার ১১ নভেম্বর ২০২৫ ২৭ কার্তিক ১৪৩২
মঙ্গলবার ১১ নভেম্বর ২০২৫
নেত্রকোনায় জাতীয় সমবায় দিবস উপলক্ষে বর্ণাঢ্য র‍্যালি
নেত্রকোনা প্রতিনিধি
প্রকাশ: শনিবার, ১ নভেম্বর, ২০২৫, ৩:৪৫ PM
নেত্রকোনা জেলা প্রশাসন ও সমবায় বিভাগের উদ্যোগে শনিবার ‘সাম্য ও সমতায়, দেশ গড়বে সমবায়’ এই প্রতিপাদ্যকে সামনে রেখে ৫৪তম জাতীয় সমবায় দিবস উপলক্ষে সকাল ১০টায় বর্ণাঢ্য র‌্যালি ও জেলা প্রশাসকের কার্যালয়ের সম্মেলন কক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। র‌্যালি উদ্বোধন করেন জেলা প্রশাসক মোহাম্মদ আবদুল্লাহ আল মাহমুদ জামান। 

জেলা সমবায় কর্মকর্তা সুমন চন্দ্র পালের সভাপতিত্বে আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে বক্তৃতা করেন জেলা প্রশাসক মোহাম্মদ আবদুল্লাহ আল মাহমুদ জামান।

বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) রাফিকুজ্জামান, অতিরিক্ত পুলিশ সুপার সজল কুমার সরকার, সদর উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) আসমা বিনতে রফিক প্রমুখ। 

প্রধান অতিথির বক্তৃতায় জেলা প্রশাসক মোহাম্মদ আবদুল্লাহ আল মাহমুদ জামান বলেন, দেশের উন্নয়ন, সমৃদ্ধিতে সমবায় গুরুত্বপূর্ণ অংশীদার। অনেকে একত্রে মিলে কাজ করলে বড় বড় কাজ সহজেই যেমন করা যায়, তেমনই কৃষিসহ অন্যান্য খাতেও ব্যাপক উন্নয়ন সম্ভব।  
                                                                                       
« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক ও প্রকাশক:
মো. আশরাফ আলী
কর্তৃক এইচবি টাওয়ার (লেভেল ৫), রোড-২৩, গুলশান-১, ঢাকা-১২১২।
মোবাইল : ০১৪০৪-৪০৮০৫২, ০১৪০৪-৪০৮০৫৫, ই-মেইল : thebdbulletin@gmail.com.
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত