ঈশ্বরদী জংশন স্টেশনে নতুন ট্রেন সংযোজন ও বাইপাস স্টেশনে ঢাকাগামী পঞ্চগড় এক্সপ্রেস ট্রেনসহ সকল ট্রেনের যাত্রাবিরতির দাবিতে মানববন্ধন ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
শনিবার সকালে ঈশ্বরদী রেলওয়ে জংশন স্টেশনে এ বিক্ষোভ ও মানববন্ধন করেন ঈশ্বরদীস্থ সমকাল সুহৃদ ইউনিট ও স্থানীয় জনগণ।
মানববন্ধনে বক্তারা বলেন, বাংলাদেশে রেলের ইতিহাসে একটি গুরুত্বপূর্ণ স্টেশন ঈশ্বরদী। কিন্তু রেলের কিছু অসাধু কর্মকর্তার হস্তক্ষেপে ঈশ্বরদী স্টেশনকে ট্রেন শুন্য করার এক জোর প্রক্রিয়া চলমান রয়েছে। ফলস্রুতিতে এই স্টেশন থেকে সরকারের যেমন রাজস্ব কমেছে তেমনি এই স্টেশন থেকে ঢাকা সহ দেশের বিভিন্ন অঞ্চলে যাত্রাগামী যাত্রীদের ভোগান্তি বেড়েছে বহুগুণে। তাই অনতিবিলম্বে এই স্টেশনে একাধিক নতুন ট্রেন সংযোজন করে এই জংশন স্টেশনকে রক্ষা এবং অত্রাঞ্চলের মানুষের ভোগান্তি লাঘবের জন্য যথাযথ কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করেছেন বক্তারা।
এসময় বক্তারা আরও বলেন, ঈশ্বরদী বাইপাস স্টেশনের উপর দিয়েই উত্তরবঙ্গ থেকে ঢাকাগামী একাধিক ট্রেন চলাচল করে বিনা যাত্রা বিরতিতে। আবার পদ্মা সেতুর অযূহাতে ঈশ্বরদী হয়ে ঢাকাগামী একাধিক ট্রেন অন্যত্র সরিয়ে নিয়েছে বাংলাদেশ রেলওয়ে কর্তৃপক্ষ। অথচ সর্ব্বোচ্চ চাহিদা থাকা সত্ত্বেও এখানে নতুন কোনো ট্রেন সংযোজন করা হয়নি। যেটা এ অঞ্চলের (কুষ্টিয়া, ঈশ্বরদী, চাটমোহর, বড়ালব্রীজ, উল্লাপাড়া) মানুষের সাথে খুব খারাপ হয়েছে। তাই ঈশ্বরদী বাইপাসে সকল ট্রেনের যাত্রা বিরতি এবং ঈশ্বরদী জংশন স্টেশনে নতুন ট্রেনের সংযোজন দ্রুততার সাথে না দিলে সাধারণ জনগণকে সঙ্গে নিয়ে বিক্ষোভ আন্দোলনের মধ্যদিয়ে এ অঞ্চল দিয়ে চলাচলরত সকল ট্রেনের যাত্রা বন্ধ করে দেওয়ার হুশিয়ারিও দেন বক্তারা।
সমকাল সুহৃদ ঈশ্বরদী শাখার সভাপতি রেজাউল করিম বাবুর (আর কে বাবু) সভাপতিত্বে এবং বীর বাংলা সম্পাদক ওহীদুজ্জামান টিপুর সঞ্চালনায় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন ঈশ্বরদী প্রেসক্লাবের যুগ্ন সাধারণ সম্পাদক ও সাপ্তাহিক ঈশ্বরদীর সম্পাদক সেলিম সরদার, রাজশাহী বিশ্ববিদ্যালয়ের সাবেক ছাত্রনেতা মাহবুবুর রহমান পলাশ, ঈশ্বরদী প্রেসক্লাবের সভাপতি আজিজুর রহমান শাহীন, ঈশ্বরদী সরকারী কলেজের সাবেক ভিপি রেজাউল করিম শাহীন, ঈশ্বরদী বনিক সমিতির সহ-সভাপতি আনোয়ার হোসেন জনি, শিক্ষক জাহিদুল আলম সনু, সাংবাদিক ওয়াহেদ আলী সিন্টু, যুবদল নেতা বিপুসহ আরও অনেকে।