জাতীয় বিপ্লব ও সংহতি দিবসের কর্মসূচীর অংশ হিসেবে মানিকগঞ্জের সিংগাইরে শোভাযাত্রা অনুষ্ঠিত হয়েছে। সোমবার (১০ অক্টোবর) উপজেলা বিএনপি ও তার অঙ্গসংগঠনের ব্যানারে পৌর শহরে এই শোভাযাত্রা অনুষ্ঠিত হয়। এতে অংশগ্রহণ করে উপজেলা বিএনপি ও তার অঙ্গ-সংগঠনের নেতাকর্মীরা।
এদিন জেলা বিএনপির আহ্বায়ক আফরোজা খান রিতা গ্রুপের নেতাকর্মীদের অংশগ্রহণে শোভাযাত্রাটি পৌর শহরের দেওয়ান কমপ্লেক্সে থেকে শুরু হয়। প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে সিংগাইর বাসস্ট্যান্ডে গিয়ে শেষ হয়। পরে সেখানে উপজেলা কৃষক দলের সাধারণ সম্পাদক জহিরুল ইসলামের সঞ্চালনায় বক্তব্য দেন পৌর বিএনপির সভাপতি অ্যাডভোকেট খোরশেদ আলম ভূইয়া জয় ও উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক দেওয়ান মাহাবুবুর রহমান মিঠু।
তারা বলেন, ৭ নভেম্বর জাতীর জন্য ঐতিহাসিক অবিস্মরণীয় দিন। সেদিন সিপাহী-জনতার অভ্যুত্থানে জনগণ নতুন প্রত্যয়ে জেগে ওঠে। বন্দিদশা থেকে মুক্ত হয় স্বাধীনতার ঘোষক জিয়াউর রহমান। তিনি বহুদলীয় গণতন্ত্র ও জাতীয়তাবাদী রাজনীতির সূচনা করে জাতিকে উন্নয়ন, অগ্রগতি ও সমৃদ্ধির পথ দেখান। তখন দেশে ফিরে এসেছিল আইনের শাসন, বাক স্বাধীনতা ও সামাজিক শান্তি।
তারা আরও বলেন, আমরা ধানের শীষের সৈনিক। বিগত ফেসিস্ট আওয়ামীগ সরকারের ১৭ বছরের আন্দোলন-সংগ্রামে ভুমিকা রেখেছি। মামলা-হামলা ও জেল-জুলুমের শিকার হয়েছি। কিন্তু মানিকগঞ্জ-২ আসনে দল যাকে মনোনয়ন দিয়েছে সেই প্রার্থী আমাদের সাথে কোনো ধরণের যোগাযোগ করেনি। তিনি দলের নির্যাতিত ও ত্যাগী নেতাদের বাদ দিয়ে যারা জাতীয় পার্টি ও ফেসিস্ট আওয়ামী লীগের রাজনীতির সাথে সম্পৃক্ত ছিল তাদের নিয়ে নির্বাচনী প্রচারণা করছেন। এই জাতীয় পার্টি ও আওয়ামী লীগের দোসররা অতীতে নৌকা ও লাঙ্গলকে ডুবিয়েছে। তারা যেন ষড়যন্ত্র করে ধানের শীষের ক্ষতি না করতে পারে সেজন্য আমরা সোচ্চার আছি। দলের প্রার্থী যোগাযোগ করুক বা না করুক জেলা বিএনপির আহ্বায়ক আফরেজা খান রিতা নির্দেশনা দিয়েছেন দলের ত্যাগী নেতাদের নিয়ে দেশনেত্রী বেগম খালেদা জিয়া ও রাস্ট্র নায়ক তারেক রহমানের ধানের শীষককে আগামী নির্বাচনে বিপুল ভোটে বিজয়ী করার। তবুও স্বৈরাচারের দোসরদের সাথে এক মঞ্চ থেকে নির্বাচন পরিচালনা করবো না। আমরা ধানের শীষের যোদ্ধা। তৃণমুল পর্যায়ের সকল নেতাকর্মীদের নিয়ে নির্বাচন পরিচালনা করবো।
এসময় জেলা কৃষক দলের সহ-সভাপতি মো: মহসিন, উপজেলা বিএনপির যুগ্ম-সম্পাদক আওলাদ হোসেন, সাংগঠনিক সম্পাদক সাজেদুল আলম স্বাধীন, দপ্তর সম্পাদক আওয়াল শরীফ খোকন, প্রচার সম্পাদক ইলিয়াছ হোসেন, পৌর বিএনপির সিনিয়র যুগ্ম সম্পাদক আশরাফুল আলম শ্যামল, যুগ্ম-সম্পাদক আতাউর রহমান আতা, রিপন উদ্দিন, পৌর কৃষক দলের সভাপতি মজিবুর রহমান, সাধারণ সম্পাদক জাহাবুল ইসলাম, উপজেলা যুবদলের যুগ্ম-আহ্বায়ক কামাল হোসেন, জাকির হোসেন বেলায়েত ও উপজেলা সেচ্ছাসেবক দলের সিনিয়র যুগ্ন আহবায়ক সাইদুর রহমান সাগর উপস্থিত ছিলেন।
এছাড়াও অনুষ্ঠানে জামশা ইউনিয়ন বিএনপির সাবেক সভাপতি নুরুল হক, তালেবপুর ইউনিয়ন বিএনপির সভাপতি আব্দুল হাই, সাধারণ সম্পাদক তারেক রহমান তারা, বায়রা ইউনিয়ন বিএনপির সভাপতি দেওয়ান সোহেল, যুগ্মসম্পাদক আব্দুর রহমান খান, বলধারা ইউনিয়ন বিএনপির সভাপতি ডা: দিলাল উদ্দিন, সাধারণ সম্পাদক লিয়াকত হোসেন, চারিগ্রাম ইউনিয়ন বিএনপির সভাপতি শামীম খান, সাধারণ সম্পাদক আলমাছ কবির, সায়েস্তা ইউনিয়ন বিএনপির সম্মেলন প্রস্তুতি কমিটির আহ্বায়ক শরিফ মৃধা, চান্দর ইউনিয়ন বিএনপির সভাপতি কালাম ঢালি, জামির্তা ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক মিজানুর রহমান, জয়মন্টপ ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক আতাউর রহমান বাচ্চু, ধল্লা ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক আলতাফ হোসেন ও সদর ইউনিয়ন বিএনপির সভাপতি বাদশা মিয়া ও সাধারণ সম্পাদক নুরুল ইসলামসহ উপজেলা, পৌর, বিভিন্ন ইউনিয়ন বিএনপি এবং তার অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।