সমবায় সম্পর্কে সচেতনতা বাড়াতে দেশের অন্যান্য উপজেলার মতো নেত্রকোনার বারহাট্টায় আলোচনা সভার মধ্যে দিয়ে ৫৪ তম জাতীয় সমবায় দিবস পালিত হয়েছে।
আজ শনিবার (১ নভেম্বর) সকালে উপজেলা হলরুমে এ সভা অনুষ্ঠিত হয়।
উপজেলা সমবায় কর্মকর্তা ভারপ্রাপ্ত পান্না আক্তারের সভাপতিত্বে সভায় প্রধান অতিথির বক্তব্য দেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ খবিরুল আহসান। আরো বক্তব্য রাখেন উপজেলা বিএনপির যুব বিষয়ক সম্পাদক মহিবুর রহমান রতন,বারহাট্টা প্রেসক্লাবের সদস্য শিক্ষক সমবায় শাহজাহান কবীর,বারহাট্টা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক আজিজুল হক ফারুক সহ প্রমুখ।
এসময় বক্তারা বলেন, সমবায়ের মূলনীতিগুলো হলো একতা, সাম্য, পারস্পরিক সহযোগিতা, আস্থা ও বিশ্বাস। এছাড়া গণতন্ত্র, সমতা, ন্যায়বিচার, সংহতি, সততা, উন্মুক্ততা, সামাজিক দায়িত্ব এবং অন্যদের প্রতি যত্ন নীতিমালা সমবায়ে রয়েছে। এই নীতিগুলোর উপর ভিত্তি করে সদস্যরা সম্মিলিতভাবে তাদের আর্থ-সামাজিক উন্নয়নের জন্য কাজ করে। মানুষকে স্বাবলম্বী করে একে অন্যর প্রতি দায়িত্বশীল হিসেবে গড়ে তোলে।
আগামীতে সমবায়ের মাধ্যমে দেশের অর্থনীতিকে এগিয়ে নিতে সবাইকে এক হয়ে কাজ করার আহবান জানান তারা।
আলোচনা সভার শেষে অকাল মৃত্যুবরণ করা সমবায় সদস্য ফিরোজ মিয়ার রুহের মাগফেরাত কামনায় দোয়া অনুষ্ঠিত হয়।