গাজীপুরের টঙ্গীতে গুজব ছড়িয়ে শ্রমিক অসন্তোষ সৃষ্টির অভিযোগে একটি পোশাক কারখানা অনির্দিষ্টকালের জন্য বন্ধ ঘোষণা করেছে কারখানা কতৃপক্ষ।
সোমবার সকালে টঙ্গীর সাতাইশ রোডের খরতৈল এলাকার ভিয়েলাটেক্স লিমিটেড নামক কারখানায় কাজে যোগ দিতে এসে প্রধান ফটকে কারখানা বন্ধের এ নোটিশ দেখতে পায় শ্রমিকরা।
পরে বেলা সাড়ে দশটার দিকে কারখানা প্রধান ফটকের সামনে শ্রমিকরা বিক্ষোভ শুরু করে। এসময় বিক্ষুব্ধ শ্রমিকদের সঙ্গে পুলিশের ধাওয়া পাল্টা ধাওয়ার ঘটনা ঘটে। তবে এ ঘটনায় কোন হতাহতের খবর পাওয়া যায় নি।
কারখানা সূত্রে জানা যায়, গত কয়েক দিন যাবত কারখানাটির ২ হাজার ৬৫০ জন শ্রমিকের জন্য কারখানা কতৃপক্ষের কাছে বিদেশী (বায়ারদের) ক্রেতাদের পক্ষ থেকে বরাদ্দ দেওয়া লভ্যাংশের টাকা আত্মসাৎতের অভিযোগ তোলে উৎপাদন বন্ধ করে দেয় শ্রমিকরা।
বিষয়টি গুজব দাবি করে শ্রমিকদের কাজে যোগ দিতে অনুরোধ জানায় কারখানা কতৃপক্ষ। নির্দেশনা অমান্য করে গত রোববার দুপুরের পর থেকে উৎপাদন বন্ধ রেখে বিক্ষোভ করে শ্রমিকরা। সোমবার সকালে কাজে যোগ দিতে এসে কারখানার প্রধান ফটকে অনির্দিষ্টকালের জন্য বন্ধের নোটিশ দেখে বিক্ষুব্ধ হয়ে উঠে শ্রমিকরা।
এসময় বিক্ষুব্ধ শ্রমিকরা পার্শ্ববর্তী দুইটি কারখানায় ইট পাটকেল ছুঁড়ে ভাঙচুর চালায়। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে পুলিশ বিক্ষুব্ধ শ্রমিকদের ধাওয়া দেয়। এ সময় পুলিশের সঙ্গে শ্রমিকদের ধাওয়া পাল্টা ধাওয়ার ঘটনা ঘটে।
এ বিষয়ে জানতে ভিয়েলাটেক্স লিমিটেড কারখানা কতৃপক্ষের সাথে একাধিকবার যোগাযোগের চেষ্টা করা হলেও কেউই গণমাধ্যমে কথা বলতে রাজি হয়নি।
গাজীপুর শিল্প পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার মো. সেলিম রেজা বলেন, কারখানা কতৃপক্ষের সাথে কথা বলেছি। কারখানা ও আশপাশে অতিরিক্ত পুলিশ মোতায়ন করা হয়েছে।