বৃহস্পতিবার ৪ ডিসেম্বর ২০২৫ ২০ অগ্রহায়ণ ১৪৩২
বৃহস্পতিবার ৪ ডিসেম্বর ২০২৫
চীন থেকে ক্ষেপণাস্ত্র কিনছে বাংলাদেশ
আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশ: সোমবার, ৩ নভেম্বর, ২০২৫, ৫:৫০ PM

চীনের কাছ থেকে অত্যাধুনিক এসওয়াই–৪০০ ক্ষেপণাস্ত্র ব্যবস্থা কেনার সিদ্ধান্ত নিয়েছে অন্তর্বর্তী সরকার। ২০৩০ সালের মধ্যে বাংলাদেশ সেনাবাহিনীকে আধুনিক ও শক্তিশালী বাহিনী হিসেবে গড়ে তোলার পরিকল্পনার অংশ হিসেবেই এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে জানিয়েছে ভারতীয় সংবাদমাধ্যম দ্য উইক। 

রোববার (২ নভেম্বর) প্রকাশিত এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়, যার সূত্র হিসেবে উল্লেখ করা হয়েছে ডিফেন্স সিকিউরিটি এশিয়াকে।

প্রতিবেদনে বলা হয়েছে, সাম্প্রতিক বছরগুলোতে বাংলাদেশের প্রতিরক্ষা খাতের জন্য আমদানিকৃত সামগ্রীর প্রায় ৭০ শতাংশই এসেছে চীন থেকে। এর আগে অন্তর্বর্তী সরকার চীনের জে–১০সি যুদ্ধবিমান কেনার বিষয়ে আলোচনা শুরু করেছিল, যা নিয়ে প্রতিবেশী দেশগুলোর মধ্যে উদ্বেগ দেখা দেয়। এবার এসওয়াই–৪০০ ক্ষেপণাস্ত্র ব্যবস্থা কেনার সিদ্ধান্তে সেই সম্পর্ক আরও জোরদার হয়েছে বলে পর্যবেক্ষকদের মত।

চীনে ডিএফ–১২এ নামে পরিচিত এই ক্ষেপণাস্ত্র ব্যবস্থা প্রথম প্রকাশ্যে আসে ২০০৮ সালে ঝুহাই এয়ারশোতে। বর্তমানে এটি কাতার ও মিয়ানমারসহ কয়েকটি দেশ ব্যবহার করছে। এসওয়াই–৪০০ এর আধুনিক ভার্সনের পাল্লা প্রায় ২৮০ কিলোমিটার, যা নির্ভুলভাবে লক্ষ্যবস্তুতে আঘাত হানতে সক্ষম। প্রতিটি ক্ষেপণাস্ত্র প্রায় ছয় মিটার লম্বা এবং ০.৪ মিটার ব্যাস বিশিষ্ট, যার ওজন ওয়ারহেড কনফিগারেশনের ওপর নির্ভর করে ৯০০ থেকে ১,৩০০ কেজি পর্যন্ত হয়ে থাকে।

প্রতিবেদনে আরও বলা হয়েছে, এই ক্ষেপণাস্ত্র ব্যবস্থায় সক্রিয় রাডার, প্যাসিভ রাডার বা আইআইআর সিকার থাকে, যা টার্মিনাল পর্যায়ে লক্ষ্য শনাক্তকরণে সক্ষম। এতে ব্যবহৃত হাইব্রিড গাইডেন্স স্যুট ইনর্শিয়াল নেভিগেশন এবং স্যাটেলাইট অগমেন্টেশন বা জিপিএস সিস্টেমের সমন্বয়ে কাজ করে। এসওয়াই–৪০০ ক্ষেপণাস্ত্রগুলো ম্যাক ৫.৫ পর্যন্ত গতিতে পৌঁছাতে পারে এবং মাত্র ১০ মিনিটেরও কম সময়ে লঞ্চের জন্য প্রস্তুত হয়।

অতিরিক্তভাবে, এগুলো দ্রুত পুনরায় লোড করা সম্ভব, যা জরুরি অবস্থায় কার্যকর প্রতিরক্ষা নিশ্চিত করে। যদিও প্রতিবেদনটি এখনো আনুষ্ঠানিকভাবে নিশ্চিত নয়, বিশ্লেষকদের মতে, বাংলাদেশের এই নতুন উদ্যোগ দক্ষিণ এশিয়ার কৌশলগত ভারসাম্যে নতুন মাত্রা যোগ করতে পারে।

সূত্র: দ্য উইক, ডিফেন্স সিকিউরিটি এশিয়া।








  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক ও প্রকাশক:
মো. আশরাফ আলী
কর্তৃক এইচবি টাওয়ার (লেভেল ৫), রোড-২৩, গুলশান-১, ঢাকা-১২১২।
মোবাইল : ০১৮৪১০১১৯৪৭, ০১৪০৪-৪০৮০৫৫, ই-মেইল : thebdbulletin@gmail.com.
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত