সোমবার ১০ নভেম্বর ২০২৫ ২৬ কার্তিক ১৪৩২
সোমবার ১০ নভেম্বর ২০২৫
গোপালগঞ্জ-১ আসনে বিএনপির মনোনয়ন পেলেন সেলিমুজ্জামান সেলিম
মুকসুদপুর (গোপালগঞ্জ) প্রতিনিধি
প্রকাশ: মঙ্গলবার, ৪ নভেম্বর, ২০২৫, ১১:৪২ AM আপডেট: ০৮.১১.২০২৫ ২:৪৩ PM
আগামী জাতীয় সংসদ নির্বাচনে গোপালগঞ্জ-১ (মুকসুদপুর-কাশিয়ানী) আসনে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)-এর মনোনয়ন পেয়েছেন দলের জাতীয় নির্বাহী কমিটির সহ-সাংগঠনিক সম্পাদক সেলিমুজ্জামান সেলিম। সোমবার বিকেলে রাজধানীর গুলশানে বিএনপির চেয়ারপারসনের রাজনৈতিক কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে প্রার্থীদের নাম ঘোষণা করেন দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

ছাত্র রাজনীতি দিয়ে তার রাজনৈতিক জীবন শুরু। ঢাকা বিশ্ববিদ্যালয় হল ছাত্রদল থেকে ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্রদলের ১ম যুগ্ম আহ্বায়ক, ঢাকা বিশ্ববিদ্যালয়ের সিনেট সদস্য, ছাত্রদল কেন্দ্রীয় সংসদের ১ম যুগ্ম সম্পাদক, যুবদল কেন্দ্রীয় নির্বাহী কমিটির সহ-সভাপতি, বর্তমান বিএনপি জাতীয় নির্বাহী কমিটির সহ-সাংগঠনিক সম্পাদক।

১৯৯৮ সাল থেকে শুরু করে আজ পর্যন্ত প্রায় ২৫ বছর গোপালগঞ্জ জেলা কাশিয়ানী ও মুকসুদপুর উপজেলা বিএনপির নেতৃত্ব দিচ্ছেন।এর আগেও তিনি গোপালগঞ্জ-১ আসনে ৯ম জাতীয় সংসদ নির্বাচনে প্রার্থী হিসেবে ধানের শীষ প্রতিক নিয়ে নির্বাচন করেছেনবর্তমানে তিনি বিএনপি জাতীয় নির্বাহী কমিটির সহ-সাংগঠনিক সম্পাদক। 

এদিকে প্রার্থী ঘোষণার আগে দুপুর সাড়ে ১২টায় জরুরি বৈঠকে বসেন বিএনপির সর্বোচ্চ নীতিনির্ধারণী ফোরাম স্থায়ী কমিটির সদস্যরা। প্রায় পাঁচ ঘণ্টাব্যাপী চলা এই বৈঠকে লন্ডন থেকে ভার্চ্যুয়ালি যুক্ত হয়ে সভাপতিত্ব করেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। 

আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে দলীয় প্রার্থী চূড়ান্ত এবং চলমান রাজনৈতিক পরিস্থিতিতে করণীয় নিয়ে বৈঠকে আলোচনা হয়।মনোনয়ন পাওয়ার পর প্রতিক্রিয়ায় সেলিমুজ্জামান সেলিম বলেন, গোপালগঞ্জ ঐতিহাসিকভাবে আওয়ামী লীগের শক্ত ঘাঁটি হলেও এখানকার মানুষও এখন পরিবর্তন চায়। আমি জনগণের ভোটাধিকার ও গণতন্ত্র পুনরুদ্ধারের আন্দোলনে তাদের সঙ্গে থাকতে চাই। আমার রাজনীতি মানুষের অধিকার, ন্যায় ও উন্নয়নের জন্য।

গোপালগঞ্জ বিএনপির নেতাকর্মীদের মধ্যে মনোনয়ন ঘোষণার পর থেকে উৎসাহ ও উদ্দীপনা লক্ষ্য করা যাচ্ছে। তারা বলছেন, সেলিমুজ্জামান সেলিম একজন সৎ, সাহসী ও কর্মঠ রাজনীতিক, যিনি দীর্ঘদিন ধরে দুঃসময়েও দলের পতাকা উঁচু রেখেছেন।

এদিকে মুকসুদপুর প্রেসক্লাবের সভাপতি, মো: ছিরু মিয়া তার এক বার্তায় গোপালগঞ্জ -১ (মুকসুদপুর - কাশিয়ানী) আসনে সেলিমুজ্জামান সেলিম মনোনয়ন পাওয়ায় তাকে শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন।


« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক ও প্রকাশক:
মো. আশরাফ আলী
কর্তৃক এইচবি টাওয়ার (লেভেল ৫), রোড-২৩, গুলশান-১, ঢাকা-১২১২।
মোবাইল : ০১৪০৪-৪০৮০৫২, ০১৪০৪-৪০৮০৫৫, ই-মেইল : thebdbulletin@gmail.com.
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত