মঙ্গলবার ১১ নভেম্বর ২০২৫ ২৭ কার্তিক ১৪৩২
মঙ্গলবার ১১ নভেম্বর ২০২৫
কথা দিয়ে কথা রাখলেন চন্দনাইশের ইউএনও
চন্দনাইশ ( চট্টগ্রাম ) প্রতিনিধি
প্রকাশ: মঙ্গলবার, ৪ নভেম্বর, ২০২৫, ১:৩১ PM
চট্টগ্রামের চন্দনাইশ উপজেলার দূর্গম পাহাড়ি এলাকায় অবস্থিত পূর্ব ধোপাছড়ির যাতায়াতের একমাত্র অবলম্বন কাঠের শঙ্খেরকুল ছড়ার কাঠের সেতুটি পাহাড়ি ঢলে ভেঙে গিয়ে দীর্ঘদিন ধরে অযত্নে পড়ে থাকায় হাজারো মানুষের দূর্ভোগ লাঘবে মেরামতের ব্যবস্থা করেন চন্দনাইশ উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) মোঃ রাজীব হোসেন। 

রবিবার দুপুরে ধোপাছড়ি বাজারে ভেঙে যাওয়া  কাঠের সেতুটি উপজেলা প্রকল্প বাস্তবায়ন অফিসের আর্থিক সহায়তায় ৫ লক্ষ ৮০ হাজার টাকা ব্যয়ে মেরামতের জন্য আনুষ্ঠানিকভাবে উদ্বোধন করেন তিনি।

এ সময় উপস্থিত ছিলেন, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মাহবুব আলম শাওন ভুঁইয়া, ধোপাছড়ি ইউনিয়নের ভারপ্রাপ্ত চেয়ারম্যান লতিফা আকতার, মেম্বার মুজিবুল হক খোকা, মোজাম্মেল হক মেম্বার এবং ওসমান চৌধুরী প্রমুখ।

উল্লেখ্য, গত ২০২৩ সালের অক্টোবর মাসে ১৬ লাখ টাকা ব্যয়ে চন্দনাইশ উপজেলা পরিষদের বরাদ্দ  থেকে ১০০ মিটার দীর্ঘ ও ৭ ফুট প্রস্থের এই কাঠের সেতুটি নির্মাণ করা হয়। কিন্তু পরবর্তীতে বর্ষার মৌসুমে প্রবল জোয়ারের স্রোতে মাঝখানে সেতুটি ভেঙ্গে গেলে শঙ্খকুল ও চেমিরমুখ এলাকার মধ্যে সরাসরি যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে যায়।

পরবর্তীতে এলাকাবাসির অনুরোধে ওই এলাকার জনগনের দুঃখ দুর্দদশার কথা চিন্তা করে সেতুটি মেরামতের আশ্বাস দেন ইউএনও রাজিব হোসেন। এর আগে সেতুটি পরিদর্শনে গেলে এলাকাবাসীর অনুরোধে সেতুটি সংস্কারের উদ্যোগ নেন ইউএনও। অক্টোবরের শেষের দিকে অথবা নভেম্বরের প্রথম সপ্তাহে কাজটির সংস্কার কাজের উদ্বোধন করার আশ্বাস মোতাবেক যথাসময়ে উপজেলা প্রকল্প বাস্তবায়ন অফিসের সহযোগিতায় সেতুটির মেরামতের উদ্বোধন করে কথা রাখলেন তিনি ।
« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক ও প্রকাশক:
মো. আশরাফ আলী
কর্তৃক এইচবি টাওয়ার (লেভেল ৫), রোড-২৩, গুলশান-১, ঢাকা-১২১২।
মোবাইল : ০১৪০৪-৪০৮০৫২, ০১৪০৪-৪০৮০৫৫, ই-মেইল : thebdbulletin@gmail.com.
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত