সোমবার ১০ নভেম্বর ২০২৫ ২৬ কার্তিক ১৪৩২
সোমবার ১০ নভেম্বর ২০২৫
কেন্দুয়ায় হিন্দু সম্প্রদায়ের সমর্থনে আপ্লুত ড. রফিকুল ইসলাম
কেন্দুয়া (নেত্রকোনা) প্রতিনিধি
প্রকাশ: বৃহস্পতিবার, ৬ নভেম্বর, ২০২৫, ১১:৩৩ AM আপডেট: ০৬.১১.২০২৫ ১১:৪৫ AM
নেত্রকোনা-৩ (কেন্দুয়া-আটপাড়া) নির্বাচনী এলাকার বিএনপির মনোনীত প্রার্থী ও নেত্রকোনা জেলা বিএনপির সাধারণ সম্পাদক ও কেন্দ্রীয় বিএনপির নির্বাহী কমিটির সদস্য ড. রফিকুল ইসলাম হিলালী কেন্দুয়া হরিসভা দুর্গামন্দিরে হিন্দু সম্প্রদায়ের বিভিন্ন কমিটির নেতৃবৃন্দ ও সুধীজনদের সঙ্গে মতবিনিময় করেন।

মত বিনিময় সভায় হিন্দু সম্প্রদায়ের নেতৃবৃন্দ বলেন, অতীতের দুঃসময়ে ড. হিলালী সর্বদা তাদের পাশে থেকে সহযোগিতা ও সহমর্মিতা দেখিয়েছেন। তারা তাঁর অবদানের ভূয়সী প্রশংসা করে আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে ড. হিলালীকে বিজয়ী করতে অকুণ্ঠ সমর্থনের কথা ঘোষণা দেন।

প্রত্যুত্তরে ধানের শীষের মনোনীত প্রার্থী  ড. রফিকুল ইসলাম হিলালী বলেন, আমি এই কেন্দুয়া বাজারেই শৈশব, কৈশোর ও যৌবন কাটিয়েছি। এই মাটির মানুষদের সঙ্গে হেসে-খেলে বড় হয়েছি। জানামতে, কারও সঙ্গে দুর্ব্যবহার করিনি, কারও দোকানে বাকি খেয়ে যাইনি। আমার ৪২ বছরের রাজনৈতিক জীবনে তিলে তিলে একটি স্বপ্ন গড়েছি, একদিন এমপি হয়ে এই এলাকার মানুষের সুখে দুঃখে পাশে থাকবো ও এলাকার উন্নয়ন করব। সেই স্বপ্ন পূরণে আপনাদের সকলের সহযোগিতা ও দোয়া চাচ্ছি। 

তিনি আরও বলেন, আপনারা ইতিমধ্যে যে স্বতঃস্ফূর্ত সমর্থন দেখিয়েছেন, তাতে আমি কৃতজ্ঞ। যদি জনগণ আমাকে এমপি নির্বাচিত করেন, তবে আপনাদের উত্থাপিত প্রতিটি সমস্যা সমাধান করা আমার কাছে কঠিন কিছু হবে না আশা করছি। অতীতের মতো ভবিষ্যতেও আমি আপনাদের পাশে থাকব এ কথা আমি প্রতিশ্রুতি বদ্ধ।

কেন্দুয়া হরিসভা দুর্গামন্দিরের সভাপতি সুবীর কুমার পোদ্দারের সভাপতিত্বে এবং কেন্দুয়া উপজেলা পূজা উদযাপন পরিষদের সাধারণ সম্পাদক সজল কুমার সরকারের সঞ্চালনায় বক্তব্য দেন।

এছাড়াও সভায় উপস্থিত ছিলেন- হিন্দু বৌদ্ধ, খ্রিস্টান ঐক্য পরিষদের আহ্বায়ক দুলাল কান্তি চৌধুরী,কেন্দুয়া উপজেলা পূজা উদযাপন পরিষদের সভাপতি অনিল চন্দ্র ভদ্র, কেন্দুয়া উপজেলা বিএনপির সভাপতি জয়নাল আবেদীন ভূইয়া,কেন্দুয়া প্রেসক্লাব সভাপতি সেকুল ইসলাম খান, সাংবাদিক সমরেন্দ্র বিশ্বশর্মা, অনুকূল সরকার, স্বপন দেবনাথ, ভানু ভদ্র, সুনীল পোদ্দার,সুসেন সাহা, উৎপল বিশ্বাস জয় প্রমূখ।

« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক ও প্রকাশক:
মো. আশরাফ আলী
কর্তৃক এইচবি টাওয়ার (লেভেল ৫), রোড-২৩, গুলশান-১, ঢাকা-১২১২।
মোবাইল : ০১৪০৪-৪০৮০৫২, ০১৪০৪-৪০৮০৫৫, ই-মেইল : thebdbulletin@gmail.com.
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত