সোমবার ১০ নভেম্বর ২০২৫ ২৬ কার্তিক ১৪৩২
সোমবার ১০ নভেম্বর ২০২৫
কারামুক্ত মুসাকে জেলা প্রশাসকের আর্থিক অনুদান প্রদান
কেন্দুয়া (নেত্রকোণা) প্রতিনিধি
প্রকাশ: বৃহস্পতিবার, ৬ নভেম্বর, ২০২৫, ১১:৪৮ AM আপডেট: ০৬.১১.২০২৫ ৩:২৫ PM
নেত্রকোণা কেন্দুয়ার এমরানুল ইসলাম মুসাকে পুনর্বাসনের উদ্দেশ্যে ব্যবসায় পুঁজি বিনিয়োগের জন্য অপরাধী সংশোধন ও পুনর্বাসন সমিতি নেত্রকোণার তহবিল হতে পঞ্চাশ হাজার টাকা অনুদান প্রদান করলেন জেলা প্রশাসক মোহাম্মদ আব্দুল্লাহ আল মামুদ জামান।

বুধবার নেত্রকোণা জেলা প্রশাসকের কার্যালয়ে এই অনুদানের চেক প্রদান করেন, নেত্রকোণা জেলার জেলা প্রশাসক মোহাম্মদ আবদুল্লাহ আল মাহমুদ জামান ।  জেলা প্রশাসকের ফেইসবুক আইডি থেকে এক পোস্টের মাধ্যমে তা নিশ্চিত হওয়া যায়। উক্ত পোস্টে আরো উল্লেখ করা হয়েছে, আমরা আশা করি, দীর্ঘ কারাভোগের পর এমরানুল ইসলাম খান সুস্থ ও সুন্দর জীবনে ফিরে আসতে পারবেন। তাঁর জন্য দোয়া ও শুভকামনা থাকল।

এ সময় উপস্থিত ছিলেন, নেত্রকোণা জেলা সমাজসেবা কার্যালয়ের উপপরিচালক মো. শাহ আলম ও প্রবেশন অফিসার । 

এমরানুল ইসলাম মুসা কেন্দুয়া পৌরসভার ৩নং ওয়ার্ড ওয়াশেরপুর গ্রামের বাসিন্দা। তাঁর বাবার নাম মৃত আঃ রহমান। তিনি ২০২৪ সালের ২৭ অক্টোবর ময়মনসিংহ কেন্দ্রীয় কারাগার (মুক্তি শাখা) থেকে মুক্তি লাভ করেন । 
« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক ও প্রকাশক:
মো. আশরাফ আলী
কর্তৃক এইচবি টাওয়ার (লেভেল ৫), রোড-২৩, গুলশান-১, ঢাকা-১২১২।
মোবাইল : ০১৪০৪-৪০৮০৫২, ০১৪০৪-৪০৮০৫৫, ই-মেইল : thebdbulletin@gmail.com.
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত