নেত্রকোনা জেলা বিএনপির উদ্যোগে শুক্রবার দুপুর ২টায় জেলা শহরের পুরাতন কালেক্ট্ররেট প্রাঙ্গনে ঐতিহাসিক ৭ নভেম্বর জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে বর্ণাঢ্য র্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
জেলা বিএনপির সভাপতি অধ্যাপক ডা. মো. আনোয়ারুল হকের সভাপতিত্বে এবং জেলা বিএনপির সাধারণ সম্পাদক ডক্টর রফিকুল ইসলাম হিলালীর সঞ্চালনায় অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন জেলা বিএনপির সাবেক সহ-সভাপতি বীর মুক্তিযোদ্ধা আব্দুল মান্নান তালুকদার, অ্যাডভোকেট মাহফুজুল হক, ইমরান খান চৌধুরী, জেলা বিএনপি নেতা মো. আবদুল্লাহ আল মামুন খান রনি, সালাউদ্দিন খান মিলকী, এস.এম শফিকুল কাদের সুজা, এস.এম মনিরুজ্জামান দুদু, পৌর বিএনপির ভারপ্রাপ্ত সভাপতি মেহেরুল আলম রাজু, সাধারন সম্পাদক মোয়াজ্জেম হোসেন, জেলা স্বেচ্ছাসেবক দলের সভাপতি সোলায়মান হাসান রুবেল, জেলা ছাত্রদলের সভাপতি অনিক মাহাবুব চৌধুরী, সাধারন সম্পাদক শামছুল হুদা শামীম প্রমুখ।