হবিগঞ্জ-৪(মাধবপুর-চুনারুঘাট)আসনে বিএনপি মনোনীত প্রার্থী, জেলা বিএনপির সাবেক সভাপতি ও সাবেক সংসদ সদস্য আলহাজ্ব সৈয়দ মোঃ ফয়সল বলেছেন, বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের ঘোষিত ৩১ দফা বাস্তবায়নের মাধ্যমে দেশ-জুড়ে সকল তরুণ-যুবকদের ঐক্যবদ্ধ করে ফ্যাসিবাদী ব্যবস্থা চিরতরে বিলুপ্ত করা হবে। বাংলাদেশের মানুষ স্বাধীনতার পর থেকেই গণতন্ত্রের জন্য লড়াই করে আসছে। এই লড়াইয়ের জন্য তারা প্রাণ দিতেও দ্বিধা করেনি। আজও সেই গণতন্ত্র পুনরুদ্ধারের জন্য বিএনপির নেতাকর্মীরা আন্দোলন করছে। আওয়ামী লীগ বারবার জনগণের অধিকার কেড়ে নিয়ে দেশে একনায়কতন্ত্র কায়েমের চেষ্টা করেছে। কিন্তু মুক্তিকামী জনগণ কখনো সেই স্বৈরশাসন মেনে নেয়নি। তাই জনগণের আন্দোলনের মুখে হাসিনা ভারতে পালিয়ে যেতে হয়েছে। খুনি হাসিনার বিচার এই দেশেই হতে হবে।
তিনি বলেন, পারিবারিকভাবে আমি যুব বয়স থেকেই মাধবপুর-চুনারুঘাট উপজেলার মানুষের মুখে হাসি ফুটানোর জন্য এবং ভাগ্য উন্নয়নে করে আসছি। কখনও জনসাধারন থেকে বিচ্ছিন্ন হয়নি। মানুষের কল্যাণে আমি ও আমার পরিবার নিরলস ভাবে কাজ করে যাচ্ছি। এলাকায় শিক্ষা বিস্তার, যোগাযোগ ব্যবস্থা উন্নয়ন ও অবকাঠামো উন্নয়নে শত শত কোটি টাকার উন্নয়ন মূলক কাজ করিয়েছি। আমাদের প্রিয়নেত্রী, সাবেক প্রধানমন্ত্রী, বিএনপির চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার হাত ধরে বিএনপিতে যোগদান করেছিলাম। ৩৫ বৎসর ধরে দলের পতাকা তলে আছি। কখনও নেতা কর্মীদের ছেড়ে যায়নি। সকল অত্যাচার-নিযার্তন সহ্য করে নেতাকর্মীদের সুখে-দুঃখে পাশে থেকেছি।তাই প্রিয় নেত্রী বেগম খালেদা জিয়া এবং বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান আসন্ন এয়োদশ সংসদ নির্বাচনে আমাকে দলীয় প্রার্থী হিসাবে মনোনীত করে আমাদেরকে ঋনি করেছেন। আমাদের ঋণ শোধ করার জন্য ঐক্যবন্ধ হয়ে ধানের শীষের বিজয় নিশ্চিত করতে কাজ করতে হবে। আমি বিজয়ী হলে মাধবপুর-চু্নারুঘাটকে আধূনিক উপজেলা হিসাবে গড়ে তুলতে কাজ করে যাব ইনশাল্লাহ।
তিনি রোববার বিকালে মাধবপুর উপজেলার বাঘাসুরায় হবিগঞ্জ-৪ মাধবপুর-চুনারুঘাট আসনে বিএনপির মনোনীত প্রার্থী আলহাজ্ব সৈয়দ মোঃ ফয়সলের সমর্থনে নিবার্চনী সভায় প্রধান অতিথির বক্তব্যে এ কথাগুলো বলেন।
বিশেষ অতিথির বক্তব্য রাখতে গিয়ে সাবেক উপজেলা চেয়ারম্যান আলহাজ্ব সৈয়দ মোঃ শাহজাহান বলেন, সৈয়দ মোঃ ফয়সল ভাই বিএনপির পরীক্ষিত নেতা। ফ্যাসিষ্ট শেখ হাসিনা সরকারের সকল অত্যাচার-নিযার্তনকে উপেক্ষা করে দলের নেতাকর্মীদের সুখে-দুঃখে পাশে থেকেছেন। আমাদের দলের চেয়ারপার্সন, সাবেক প্রধান মন্ত্রী বেগম খালেদা জিয়া এবং ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ফয়সল ভাইকে হবিগঞ্জ-৪ (মাধবপুর-চুনারুঘাট) আসনে বিএনপির মনোনয়ন দিয়ে ঋণী করেছে। এ ঋণ শোধ করতে হলে আমাদের সবাইকে ধানের শীষের বিজয় নিশ্চিত করতে একযোগে কাজ করতে হবে।
বিএনপির নেতা শহিদ মিয়ার সভাপতিত্বে জনসভায় বক্তব্য রাখেন উপজেলা বিএনপির সভাপতি সামসুল ইসলাম কামাল, পৌর বিএনপির সভাপতি গোলাপ খান, সাধারন সম্পাদক ও জেলা বিএনপির সদস্য আলাউদ্দিন আল রনি, সাধারন সম্পাদক হামিদুর রহমান হামদু, সাবেক মেয়র হাবিবুর রহমান মানিক, সাংগঠনিক সম্পাদক চেয়ারম্যান মাহবুবুর রহমান সোহাগ, সহসভাপতি মাসুকুর রহমান, সাবেক ভাইস চেয়ারম্যান আব্দুল আজিজ, বিএনপির নেতা মোস্তফা কামাল বাবুল, সাবেক চেয়ারম্যান সামসুল ইসলাম মামুন, যুবদলের আহবায়ক এনায়েতউল্লাহ, ছাত্রদলের আহবায়ক মোঃ মারুফ মিয়া, বিএনপি নেতা মহসিন মেম্বার, নিজামউদ্দিন মেম্বার, আবদাল হোসেন, এনামুল হক এ্যানি প্রমুখ